শেষ আপডেট: 27th October 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ অবস্থায় পেট্রল পাম্পে ঢুকে আগুন লাগানোর চেষ্টা। হইচই হায়দরাবাদের নাচারাম এলাকায়। অভিযুক্ত বিহারের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আতঙ্কে পাম্পের কর্মচারীরা।
ঘটনাটি শনিবার সন্ধের। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৭টা নাগাদ নাচারামের একটি পেট্রল পাম্পে মদ্যপ অবস্থায় আসে ওই ব্যক্তি। সে যে মদ্যপ, তা বোঝা যাচ্ছিল দেখেই। তাই তাকে পেট্রল পাম্পে ঢোকার মুখে আটকান এক কর্মী। হাতে লাইটার দেখে প্রশ্ন করেন, যে কী করতে এসেছে।
মদ্যপ অবস্থায় রয়েছে, এমন নিশ্চিত হওয়ার পর ওই কর্মী চিরান নামের ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, সে কিছু জ্বালিয়ে দিতে এসেছে কি না। এটা শুনেই সে অন্যরকম আচরণ করতে শুরু করে এবং তাণ্ডব শুরু করে।
এই কর্মীও তাকে চ্যালেঞ্জ দেন, 'ক্ষমতা থাকলে যা বলছে করে দেখাক।' এরপরই একটি স্কুটারে তেল ভরার সময় তেলের পাইপের সামনে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয় সে। আগুন জ্বলে ওঠে। তবে, স্কুটারের কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে।
পেট্রল পাম্পের এক কর্মী জানান, এই ঘটনা দেখে এলাকা ছেড়ে পালিয়ে যায় সবাই। পেট্রল পাম্পে সেসময় ১০-১২ জন ছিলেন। সকলেই এলাকা ছাড়েন। পেট্রল পাম্পের দুই কর্মী পরিস্থিতি সামাল দেন। খবর দেন পুলিশে।
পুলিশ এসে বিহারের বাসিন্দা চিরানকে গ্রেফতার করে। বিস্ফোরণের উদ্দেশে একাজ করা হয়েছে বলে পুলিশ মামলা দায়ের করেছে। নাচারামের পুলিশ জানিয়েছে, যা হয়েছে, তাতে বিরাট দুর্ঘটনা হতে পারত। বিস্ফোরণ হতে পারত। এই নিয়ে তদন্ত করা হচ্ছে।