শেষ আপডেট: 6th October 2024 15:50
দ্য ওয়াল ব্যুরো: ভোপাল থেকে বাজেয়াপ্ত হল ১,৮১৪ কোটি টাকার এম ডি ড্রাগ। ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি রবিবার জানালেন গুজরাতের প্রতিরক্ষা বিভাগের মন্ত্রী হর্ষ সঙ্ঘভী।
এই এম ডি ড্রাগ তৈরি হয় ল্যাবে, সিন্থেটিক ড্রাগ এটি। জানা যাচ্ছে, মেথাম্ফেটামাইনের মতোই কাজ করে এই ড্রাগ।
পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল মধ্যপ্রদেশের ভোপালে এই ড্রাগ রয়েছে। সেই অনুযায়ী, গুজরাতের অ্যান্টি-টেরোরিস্ট স্কয়্যাড (এটিএস) এবং নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দিল্লির তরফে অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত হয় ১৮০০ কোটির মাদক। গ্রেফতার করা হয় দু'জনকে
এক্স হ্যান্ডেলে মন্ত্রী হর্ষ সঙ্ঘভী লেখেন, 'মাদকের বিরুদ্ধে এমন এক অভিযান চালানো ও সফল হওয়ার জন্য এটিএস ও এনসিবি-কে অভিনন্দন। একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ১,৮১৪ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে তারা। মাদকের সঙ্গে মাদক প্রস্তুতকারক উপাদানও ছিল।'
তিনি পোস্টটিতে আরও বলেন, 'মাদক পাচার ও মাদকের বিরুদ্ধে লড়াই করে সমাজের আইন শৃঙ্খলা রক্ষায় যেভাবে কাজ করছে প্রশাসন, এটা তার প্রমাণ। সকলের নিরাপত্তা রক্ষায় তারা যেভাবে কাজ করেছে,তা প্রশংসনীয়। দেশকে সুস্থ ও নিরাপদ করে তুলতে সকলের সহযোগিতা কাম্য।'