শেষ আপডেট: 29th May 2024 23:45
দ্য ওয়াল ব্যুরো: এক নিমেষে ধ্বংস করতে পারে শত্রু দেশের র্যাডার। বুধবার ডিআরডিও-র 'রুদ্রম ২' মিসাইলের পরীক্ষা সফল হয়েছে। অ্যান্টি র্যাডিয়েশন সুপারসনিক এই মিসাইল সুখোই ৩০এমকেআই যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। তাতেই সাফল্য পেয়েছে ভারত। চিন বা পাকিস্তানের যে কোনও র্যাডার এক পলকে গুঁড়িয়ে দিতে পারে এই মিসাইল।
রুদ্রম-১ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চার বছর আগেই করা হয়েছিল। এবার রুদ্রম ২ নিয়ে গর্ব বোধ করবে ভারতবাসী। ডিআরডিও জানিয়েছে, যে যে বিষয়ে এই মিসাইল পরীক্ষা করা হয়েছে তার সবকটিতে সফল হয়েছে এটি। নির্দিষ্ট লক্ষ্যে আছড়ে পড়া, লক্ষ্যমাত্রা স্থির রাখা, প্রপালশন সিস্টেম সহ একাধিক পরীক্ষা করা হয়েছে এই মিসাইলের। শত্রু শিবিরের রাডার, ট্র্যাকিং সিস্টেম ধ্বংস করতে পারদর্শী এই মিসাইল।
এই নতুন আগ্নেয়াস্ত্রের সফল পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ''এটা দেশের জন্য বিরাট সাফল্য।'' দেশও প্রতিরক্ষার ক্ষেত্রে পরনির্ভরতা ধীরে ধীরে কাটিয়ে ফেলছে এবং এখন থেকে আরও বেশি স্বনির্ভরতার দিকে এগোচ্ছে বলেও মনে করছেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে ভারত রাশিয়ার তৈরি অ্যান্টি র্যাডিয়েশন মিসাইল 'কেএইচ ৩১' ব্যবহার করছে। 'রুদ্রম ২' এবার সেই মিসাইলের জায়গায় আসতে চলেছে।
The @DRDO_India has successfully flight tested the RudraM-II Air-to-Surface missile from Su-30 MK-I platform of Indian Air Force (IAF), off the coast of Odisha.
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) May 29, 2024
Raksha Mantri Shri @rajnathsingh congratulated DRDO, IAF and industry on the successful test flight of RudraM-II from… pic.twitter.com/DtgcZF4CXi
ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, আকাশ থেকে নিক্ষেপ করা এই মিসাইল নানা দিক থেকে শত্রুঘাঁটির একাধিক সিস্টেমকে নিমেষে তছনছ করে দিতে পারে। ১০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জ রয়েছে এর, শত্রু পক্ষের রেডিও ফ্রিকোয়েন্সি এবং র্যাডার থেকে সংকেতও নিতে পারে এই মিসাইল। একই সঙ্গে, নিদিষ্ট কোনও উচ্চতা নয়, 'রুদ্রম ২' বিভিন্ন উচ্চতা থেকে নিক্ষেপ করা যেতে পারে।