শেষ আপডেট: 14th March 2025 10:44
দ্য ওয়াল ব্যুরো: সংবিধান প্রণেতা ড: ভীমরাও আম্বেদকরের (Dr Ambedkar) মূর্তি স্থাপনের (Statue) দু'দিনের মধ্যেই তা চুরি হয়ে গেল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। ছত্রপুর জেলার ঘটনায় স্থানীয় পুলিশ চুরির মামলা দায়ের করেছে ইতিমধ্যেই। তদন্তও শুরু করেছে।
মঙ্গলবার বাড়ি গ্রামের একটি খোলা জায়গায় ওপর মূর্তিটি স্থাপন করা হয়েছিল। যার উচ্চতা ছিল দেড় ফুট। সেই মূর্তিই চুরি হয়ে গিয়েছে। যার জেরে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
ছত্রপুর জেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে গড়ি মালহারা থানার বাড়ি গ্রাম। সেখানেই চুরির ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বেদিতা ডাগর জানিয়েছেন, "আমরা বাড়ি গ্রামে ড. আম্বেদকরের মূর্তি চুরির একটি অভিযোগ পেয়েছি। মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।"
তিনি আরও বলেন, পুলিশ এই ঘটনার নেপথ্যে কী কারণ ও কারা জড়িত, তাঁদের খুঁজে বের করতে তৎপর।
গ্রামের প্রধান আশারাম অহিরওয়ার জানিয়েছেন, গ্রামবাসীরা চাঁদা তুলে উত্তরপ্রদেশ থেকে এই মূর্তি কিনে এনেছিলেন। পাথরের এই মূর্তি উচ্চতায় ১৮ ইঞ্চির।
তিনি বলেন, " যা শুনলাম পুলিশ ইতিমধ্যে এই চুরির ঘটনায় দু'জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।" তবে পুলিশের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।