শেষ আপডেট: 17th October 2024 13:53
দ্য ওয়াল ব্যুরো: ভালবাসা বোধহয় একেই বলে। ইচ্ছে ছিল একে অপরের হাতে হাত রেখেই পৃথিবীকে ‘আলভিদা’ জানাবেন। আর হলও ঠিক তাই। ২৫০ কিলোমিটার দূরে থাকলেও একই সময়ে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। দু’জনেই ভারতীয় বায়ুসেনায় কর্মরত উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন তাঁরা তা নিয়ে বিতর্ক শুরু হলেও, খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকে এমন পদক্ষেপকে ‘ভাগ্যের ব্যাপার’ বলে উল্লেখ করেছেন।
ঠিক কী ঘটেছিল?
সূত্রের খবর, মঙ্গলবার সকালে আগ্রা থেকে থেকে যখন উদ্ধার হয় ফ্লাইট লেফটেন্যান্ট স্বামী দীনদয়াল দীপের দেহ। অন্যদিকে প্রায় একই সময় দিল্লির ক্যান্টনমেন্টে আধিকারিকদের মেস থেকে বায়ুসেনার ক্যাপ্টেন স্ত্রী রেনু তানওয়ারের দেহ পাওয়া যায় বলে খবর।
স্বামী দীনদয়াল ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট উত্তরপ্রদেশের আগ্রায় খেরিয়া বায়ুসেনা ঘাঁটিতে পোস্টিং ছিলেন। সূত্রের খবর, সোমবার রাতে সবকিছু স্বাভাবিক ছিল৷ সহকর্মীদের সঙ্গেই খাওয়াদাওয়া সেরে নিজের ঘরে শুতে চলে যান।
মঙ্গলবার সকালে অনেক বেলা হয়ে গেলেও তাঁকে দেখতে না পেয়ে সহকর্মীরা তাঁর ঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করেন। কিছুক্ষণ ডাকাডাকির পর উত্তর না পাওয়ায় দরজা ভাঙতে বাধ্য হন তাঁরা। সেখানেই বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্টের দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়৷ পরে চিকিৎসকরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
অন্যদিকে, দীনদয়ালের স্ত্রী বায়ুসেনা ক্যাপ্টেন রেনু তানওয়ার মায়ের চিকিৎসার কারণে দিল্লিতে এসেছিলেন বলে খবর। মঙ্গলবার সকালে একদিকে যখন আগ্রায় তাঁর স্বামীর দেহ উদ্ধার হয়, সে সময় দিল্লি ক্যান্টনমেন্টে বায়ুসেনার মেস থেকে উদ্ধার হয় ক্যাপ্টেন তানওয়ারের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্যাপ্টেনের দেহ উদ্ধার করতে গিয়ে একটি সুইসাইড নোট হাতে আসে দিল্লি পুলিশের। সেখানে বড় বড় হরফে লেখা ছিল, তিনি চান ‘তাঁকে তাঁর স্বামীর সঙ্গেই দাহ করা হোক।’
প্রশ্ন উঠতে শুরু করে তবে কী একসঙ্গেই মৃত্যুর পথ বেছে নেন তাঁরা। কিন্তু কী কারণে তাঁরা এমন পদক্ষেপ নিলেন তা এখনও জানা না গেলেও পুলিশের অনুমান, স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে কথা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও দীনদয়ালের মৃতদেহের পাশ থেকে কোনও নোট উদ্ধার হয়নি বলে খবর। ঘটনায় শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় চাউর হতে বেশি সময় লাগেনি। অনেকেই প্রশ্ন তুলছেন একই সময় কীভাবে এমন ঘটনা ঘটতে পারে? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে? অনেকে আবার তাঁদের এই পদক্ষেপকে ‘সাধুবাদ’ জানিয়ে বলেছেন, ভালবাসা বোধহয় একেই বলে।