শেষ আপডেট: 4th November 2024 00:40
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারদের উপর রোগীর পরিবারের হামলার ঘটনা নতুন কিছু নয়। চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগ তুলে দেশের বিভিন্ন প্রান্তে এই ছবি সামনে আসে। এবার হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার একটি স্বাস্থ্য কেন্দ্রে এক গর্ভবতী মহিলাকে দিয়ে তাঁর মৃত স্বামীর রক্তমাখা বিছানা পরিষ্কারের অভিযোগ।
পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের রক্ত ভেজা বেড জোর করে মহিলাকে দিয়ে পরিষ্কার করানো হচ্ছে। ওই মহিলা পাঁচ মাসের গর্ভবতী হলেও কোনও পাত্তাই দেননি সেখানকার কর্মীরা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
বিষয়টি সামনে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশের স্বাস্থ্য বিভাগ। শনিবারই চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার ঘটনার জন্য এক চিকিৎসককে বদলি এবং দুই নার্সকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, ভিডিয়ো প্রকাশ্যে এসেছে শুক্রবার। গারদাসারি স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। সেটি ভাইরাল হতেই হুলস্থূল কাণ্ড বেধে যায়।
যদিও স্বাস্থ্য কেন্দ্রের তরফে সমস্ত দাবি অস্বীকার করে জানানো হয়েছে, মহিলা তাঁর স্বামীর রক্ত ভেজা কাপড় প্রমাণ হিসেবে সংগ্রহ করে রাখতে চেয়েছিলেন। হাসপাতালের কেউই তাঁকে বেড পরিষ্কার করতে বলা হয়নি।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিবাদের জেরে ২৫ জনের একটি দল রোশনির স্বামীর ওপর হামলা চালায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনায় পুলিশ চারজন হামলাকারীকে গ্রেফতার করেছে। সকলেই শিবরাজের আত্মীয়। বাকি তিন সন্দেহভাজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।