শেষ আপডেট: 1st October 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো: মাথায় আঘাত ছিল। ডাক্তারের কাছে গিয়েছিলেন সেলাই করতে। তরুণীর মাথায় সেলাই করার পর ডাক্তার বেমালুম ভুলেই গেলেন সূঁচ বের করতে হবে। মদ্যপ ডাক্তার আঘাতের জায়গায় সেই সূঁচ রেখেই ব্যান্ডেজ করে দেন। এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের হাপুরে।
১৮ বছরের ওই তরুণীর নাম সিতারা। এক প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লে তাঁর মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন।
চিকিৎসক ক্ষত দেখে বলেন সেলাই করতে হবে। সেই মতো সেলাই করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। বাড়ি ফিরে আসার পর থেকেই মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয় সিতারার।
সঙ্গে সঙ্গে কাছের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ব্যান্ডেজ খুলে দেখা যায় ক্ষতের মধ্যে সূঁচ আটকে আছে। সেই সূঁচ বের করার পর যন্ত্রণা খানিকটা কমে।
পরিবারের অভিযোগ সরকারি হাসপাতালের যে ডাক্তার সেলাই করেছিলেন, উনি মদ্যপ অবস্থায় ছিলেন। সিতারার মা ডাক্তারের শাস্তির দাবি করেছেন।
সবটা শুনে হাপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তদন্তের জন্য দুই সদস্যের কমিটি গঠন করেন। পরিবারকে আশ্বাস দেন, রিপোর্ট পেলেই ওই ডাক্তারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। যদিও তাঁর মতে ওই চিকিৎসক মদ পান করেন না।