শেষ আপডেট: 13th December 2023 21:19
দ্য ওয়াল ব্যুরো: ২২ বছরের ব্যবধানে বুধবার ফের হামলার আতঙ্ক ফিরেছে সংসদে। সংসদের ভেতরে ক্যানিস্টার নিয়ে তাণ্ডব চালানো দুই যুবকের একজন মনোরঞ্জন ডি।
মনোরঞ্জনের বাড়ি মহীশূরের বিজয়নগরে। বাবা দেবরাজ ডি পেশায় একজন চাষি। ছেলের কর্মকাণ্ড শুনে তাজ্জব বনে গিয়েছেন দেবরাজ। ছেলের এমন কাজের নিন্দা করার পাশাপাশি তিনি বলছেন, “আমার ছেলে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। চাকরির চেষ্টাও করছিল। কৃষিকাজেও সাহায্য করত। বাকি সময় বইয়ে মুখ গুঁজে থাকত।”
সেই ছেলে কীভাবে এমন কর্মকাণ্ড করে বসলেন মেলাতে পারছেন না দেবরাজ। বলছিলেন, “ছোট থেকেই ছেলে স্বামী বিবেকানন্দের ভক্ত! ও কীভাবে এমন কাজ করল, কিচ্ছু বুঝতে পারছি না।”
খানিক থেমে তাঁর সংযোজন, “ছেলে যদি সত্যি এমন কাজ করে থাকে, তাহলে এই ছেলেকে আমি চিনি না!”
দেবরাজ জানান, ছেলে চারদিন আগে বেঙ্গালুরুতে যাচ্ছেন বলে ঘর থেকে বেরিয়েছিলেন। এদিন দুপুরে তিনি আত্মীয়সজ্জনের ফোন পেয়ে জানতে পারেন ছেলের কীর্তি। দেবরাজ বলেন, “আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে আমার ছেলে একজন সৎ নাগরিক এবং একজন ভাল ছেলে। কিন্তু আমি তার সংসদে তাণ্ডব চালানোর নিন্দা করছি।”
বছর পঁয়ত্রিশের মনোরঞ্জন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং অতীতে বেঙ্গালুরুতে একটি আইটি ফার্মে কাজ করেছেন।
২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা চালিয়েছিল সশস্ত্র জঙ্গিরা। বুধবার ১৩ ডিসেম্বর হঠাৎ তেমনই লোকসভার ভিজিটরস গ্যালারি থেকে দুটি ক্যানিস্টার নিয়ে সাংসদদের বেঞ্চের দিকে ঝাঁপ দিলেন দুই যুবক। তারপর তারা ক্যানিস্টার খুলে দেন লোকসভার মধ্যেই, যা থেকে গল গল করে ধোঁয়া বা গ্যাস বেরোতে থাকে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় সারা দেশে।
ধৃত দুই যুবককে জেরা করে পুলিশ জানতে পারে তাঁদের বাড়ি মহীশূরে। স্থানীয় সাংসদ প্রতাপ সিনহার অফিস থেকে ভিজিটর পাস নিয়ে তাঁরা এদিন সংসদ ভবনে ঢুকেছিলেন।