কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 23rd October 2024 20:46
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি)-র বৈঠকে মঙ্গলবার ঘটে যাওয়া ধুন্ধুমার কাণ্ডে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ১ দিনের জন্য সাসপেন্ড করেছিল লোকসভার সংসদীয় কমিটি। এমনকী সাংবাদিক বৈঠক করে কল্যাণের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল।
তাঁর অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাঙা কাচ ছুড়ে তাঁকেই মারার চেষ্টা করেছিলেন। জেপিসি চেয়ারম্যানের এমন আচরণের বিরোধিতা করে কল্যাণের পাশে দাঁড়ালেন ডিএমকে সাংসদ রাজা। অন্যদিকে কল্যাণকে বরখাস্ত করার দাবি জানিয়ে বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ তিন বিজেপি সাংসদ। এ ব্যাপারে তৃণমূল সাংসদের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
টুইটে ডিএমকে সাংসদ রাজা কল্যাণকে সমর্থন জানিয়ে লিখেছেন, এটা দুর্ভাগ্যজনক যে ওয়াকফ কমিটির চেয়ারম্যান প্রেস কনফারেন্স করেছেন। অথচ তিনিও জানেন এভাবে বৈঠকের গোপনীয়তা নষ্ট করা নিয়মবিরুদ্ধে।" গোলমালের জন্যও জেপিসি চেয়ারম্যানকে দুষেছেন রাজা।
ঘটনার সূত্রপাত, ওয়াকফ সংশোধনী বিল গত ৮ অগস্ট লোকসভায় পেশ হলেও তা পাশ করাতে পারেনি সরকার। পরিবর্তে আলোচনার জন্য বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। এব্যাপারে ৩১ সদস্যের কমিটিও গড়েছে কেন্দ্র। মঙ্গলবার ওই কমিটির বৈঠকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
It is unfortunate that the chairman of the Joint working committee on Waqf (Amendment) Bill 2024 conducted a press conference and transpired the proceedings / happenings in the meeting whatsoever; knowing fully well that the proceedings are confidential and not to be disclosed.…
— A RAJA (@dmk_raja) October 23, 2024
সূত্রের খবর, ওই মিটিংয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অশ্রাব্য ভাষায় কথা বলতে শুরু করেন বলে অভিযোগ। আপত্তি জানান তৃণমূল সাংসদ কল্য়াণ। দু'জনের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়। এরপর দেখা যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যান্ডেজ করা। অর্থাৎ কেটে যায়। ভাঙা কাচের বোতল পড়ে থাকে।
ফলে মাঝপথেই বৈঠক থামাতে হয়। দেখা যায় আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে বাইরে নিয়ে আসছেন মিম তথা অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। সেই সঙ্গে ছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংও। কাচের গ্লাস ভেঙে কল্যাণ হাতে এমন চোট পেয়েছেন যে সেলাই করতে হয়েছে।
সংসদীয় রীতি ভাঙার অভিযোগে ১ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদকে। এমনকী এ ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করে কল্যাণের বিরুদ্ধে তাঁকে ভাঙা কাচ ছুড়ে মারার অভিযোগও এনেছেন জেপিসি চেয়ারম্যান।