শেষ আপডেট: 14th March 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: রাতে দুধ কিনতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। মাঝরাস্তায় শিবসেনা নেতাকে তাড়া করে গুলি করে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। এদিকে গুলি লেগে ১২ বছরের এক ছেলে জখম হয়েছে বলে খবর। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঞ্জাবের মোগা জেলার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, মৃত শিবসেনা নেতার নাম মঙ্গত রাই মঙ্গা। তিনি পাঞ্জাব শিবসেনা (শিন্দে)-র জেলা সভাপতি পদের দায়িত্বে ছিলেন। এদিকে ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তদন্তকারীদের। সেখানেই দেখা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ শিবসেনা নেতা মঙ্গত দুধ কিনতে বেরিয়েছিলেন। সে সময় আচমকাই তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা বারো বছরের ছেলেটির গায়ে গিয়ে লাগে বলে খবর।
বিষয়টি নজরে আসতেই কোনওমতে বাইকে চেপে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মঙ্গত। দুষ্কৃতীরাও তাঁর পিছনে ধাওয়া করে। সে সময় ফের তাঁকে লক্ষ্য করে পর পর গুলি ছোড়া হয়। মঙ্গত গুলিবিদ্ধ হতেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
মঙ্গতের পরিবারের অভিযোগ, রাত দশটা নাগাদ দুধ আনতে গিয়েছিলেন তিনি। রাত ১১টার নাগাদ বাড়িতে ফোন করে জানানো হয়, বাবাকে কেউ বা কারা গুলি করেছে। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু ঠিক কী কারণে এমন ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ। রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ কী কারণে শিবসেনা নেতাকে গুলি করে খুন করা হল তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিবসেনা নেতাকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হলেও লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুষ্কৃতীদের গুলিতে জখম হওয়া ওই বালককে মোগা সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাকে স্থানান্তরিত করা হয় অন্য একটি হাসপাতালে। তবে বর্তমানে সে বিপদমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা।