শেষ আপডেট: 8th November 2024 19:56
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী প্রচার চলাকালীন কোনও মহিলার বিরুদ্ধে খারাপ মন্তব্য করা যাবে না। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার এ কথাই স্পষ্ট করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানান, যদি কোনও মহিলাকে খারাপ কথা বলার অভিযোগ ওঠে সেক্ষেত্রে অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কেউ রেয়াত পাবে না। ইতিমধ্যে বিষয়টি যাতে ঠিকমতো মেনে চলা হয়, সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছে।
রাজীব কুমার আরও বলেন, সমস্ত রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের বলা হচ্ছে, তাঁরা যেন এমন কোনও কাজ বা মন্তব্য না করেন, যা কোনও মহিলার সম্মান নষ্ট করে। তিনি জানান, নির্বাচনী প্রচারে মহিলা তো বটেই, কোনও প্রার্থীকে অপমানজনক কথা বলা চলবে না।
শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ তোলেন, মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে মহা বিকাশ আঘাড়ি-এর শরিক দলগুলির সদস্যরা মহিলাদের প্রতি অসম্মানসূচক আচরণ করছেন। যার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এমন আচরণ মেনে নেওয়া যায় না।
ঘটনার সূত্রপাত গত শনিবার। শিবসেনা নেত্রী সাইনা এনসি সম্পর্কে অশালীন মন্তব্য করেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার সাংসদ অরবিন্দ সাওয়ন্ত। ঘটনার পরই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সাইনা। একই সঙ্গে, উদ্ধব এবং তাঁর দলের শীর্ষ নেতৃত্বকেও আক্রমণ করে শিবসেনা নেত্রীর প্রশ্ন, এক জন মহিলা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার পরেও শিবসেনার নেতারা মুখে কুলুপ এঁটেছেন।
চলতি মাসেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তার আগে বিজেপি ছেড়ে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছেন সাইনা। এরপরই তাঁর দলবদল প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে বসেন অরবিন্দ। বলেন, ‘আমদানি করা মাল দিয়ে এখানে কোনও কাজের কাজ হবে না। কেবলমাত্র আসল মাল দিয়েই কাজ হবে। আমাদের কাছেই আসল মাল রয়েছে।' এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে শুরু হয় বিতর্ক। নির্বাচনের আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। তাই অভিযোগ উঠতেই কুকথায় লাগাম টানা হল।