প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 March 2025 07:31
দ্য ওয়াল ব্যুরো: খেতে ছড়িয়ে ছিটিয়ে পাঁচ বছরের শিশুর ছিন্নভিন্ন দেহ। প্রথমে উদ্ধার হয় একটি পা। তারপর শরীরের আরও কিছু অংশ। ঘটনাটি উত্তরপ্রদেশের সীতাপুর এলাকার। ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকে সে নিখোঁজ ছিল বলে জানা গেছে। এখনও পর্যন্ত বাচ্চাটির শরীরের সমস্ত অংশ খুঁজে পাওয়া যায়নি।
মঙ্গলবার বাড়ির কাছ থেকেই নিখোঁজ হয়ে যায় সে। খোঁজ করা হলেও পাওয়া যায়নি। ২৭ তারিখ তাঁর পা পুলিশ স্টেশনের কাছেরই একটি খেতে পাওয়া যায়। তারপর তল্লাশি শুরু হয়। ড্রোনের মাধ্যমে তল্লাশির পর দেহের আরও কিছু অংশ উদ্ধার হয়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছিল, কোনও পশু তাকে মেরে এভাবে দেহ খুবলে খেয়েছে। কিন্তু এব্যাপারে নিশ্চিত হতে পারেননি তাঁরা।