শেষ আপডেট: 6th October 2024 21:25
দ্য ওয়াল ব্যুরো: নিজের সভাবসিদ্ধ কায়দায় গুগলির জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার চলাকালীন তাঁকে জিজ্ঞেস করা হয়, ‘ডিনারে গেলে কার সঙ্গে যেতে পছন্দ করবেন, কিম জং উন নাকি জর্জ সোরস?’ আর এই প্রশ্নের উত্তরেই স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন ভারতের বিদেশমন্ত্রী।
ওই সংবাদমাধ্যম জয়শঙ্করকে প্রশ্ন করে বলে, ‘উত্তর কোরিয়ার কিম জং উন নাকি আমেরিকার কোটিপতি জর্জ সোরস, এঁদের মধ্যে কার সঙ্গে ডিনারে যেতে চান তিনি!’ এরই উত্তরে একটুও সময় নষ্ট না করে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জয়শঙ্কর বলেন, এখন ‘নবরাত্রির সময়। আমার উপোস চলছে।’
-Anchor: Choose one person you wish to have dinner with – Kim Jong Un or George Soros?"
— Mr Sinha (@MrSinha_) October 5, 2024
-Dr. Jaishankar: I think this is Navratri, and I'm fasting ???????? pic.twitter.com/ozGkuS4Itr
কূটনীতির দুনিয়ার পাকা খেলোয়ার জয়শঙ্করের এহেন উত্তরে হাততালিতে ভরে ওঠে ওই সংবাদমাধ্যমের স্টুডিও। যিনি এই প্রশ্ন রেখেছিলেন তাঁর কাছে, সেই সঞ্চালকও বিদেশমন্ত্রীর তারিফ করতে ছাড়েননি। আর এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, কিম জং উন স্বৈরাচারী শাসক হিসেবে পরিচিত। আর অন্যদিকে জর্জ সোরস ঘোর মোদী সমালোচক। শোনা যায়, ভারত বিরোধী আন্দোলনেও নাকি এই ব্যক্তি আর্থিক সহায়তা করেন। মোদীকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেন। অর্থাৎ সঞ্চালকের এহেন প্রশ্ন যতটা না মজার, ততটাই জয়শঙ্করের বুদ্ধিদীপ্ত উত্তরও প্রশংসনীয়।