শেষ আপডেট: 14th February 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি গৌতম আদানির প্রসঙ্গ তুলেছিলেন। ভারতীয় ধনকুবের বিরুদ্ধে মার্কিন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বাইডেন জমানার ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প সংশ্লিষ্ট আইনটি খতিয়ে দেখে এই ব্যাপারে পদক্ষেপ করতে বলেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেলকে। তবে মামলা প্রত্যাহার করা হয়নি।
বৃহস্পতিবার ট্রাম্পের বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করা হয় তিনি আাদানির বিরুদ্ধে মামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন কিনা।
লম্বা জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। আমরা বসুধৈব কুটুম্বকম অর্থাৎ গোটা বিশ্বকে আমাদের অতিথি মনে করি। আর ভারতের প্রধানমন্ত্রী হিসাবে সকলের স্বার্থে কাজ করি। দু'জন রাষ্ট্র প্রধানের আলোচনায় এই জাতীয় ব্যক্তিগত বিষয় আসে না।
আদানি গ্রুপের শীর্ষ কর্তা গৌতম আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে কথিত। আদানির বিরুদ্ধে মার্কিন ব্যবসায়ীদের ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পাওয়ার অভিযোগ এনেছে সে দেশের প্রশাসন।