শেষ আপডেট: 22nd July 2024 12:29
দ্য ওয়াল ব্যুরো: নিট কেলেঙ্কারি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের চাপ ক্রমশ বাড়াচ্ছে বিরোধী শিবির। সংসদের অধিবেশনের প্রথম দিনই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা। কিন্তু বিরোধীদের কোনও অভিযোগ মানতেই চাননি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। বরং তাঁর পাল্টা বক্তব্য, চিৎকার করলেই কোনও মিথ্যে সত্যি হয়ে যাবে না।
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন বাংলায় শিক্ষা দুর্নীতির জন্য যদি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় হতে পারে তাহলে নিট কেলেঙ্কারি দায় কী করে এড়াচ্ছেন ধর্মেন্দ্র প্রধান? সোমবার সংসদে বিরোধী শিবির থেকেও দাবি করা হয়, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে। কিন্তু পদত্যাগ তো দূর, নিট ইস্যুতে বিরোধীদের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।
একে একে বিরোধীদের অভিযোগ শোনার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাফ কথা, ''শেষ ৭ বছরে কোনও পেপার লিকের ঘটনা ঘটেনি। বরং ২৪০টির বেশি পরীক্ষা সাফল্যের সঙ্গে সংগঠিত করেছে এনটিএ। একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে বিরোধীরা যেভাবে দেশের পরীক্ষার সিস্টেম নিয়ে প্রশ্ন তুলছে তার বিরোধিতা করা উচিত। চিৎকার করে মিথ্যে কথা বললেই সেটা সত্যি হয়ে যায় না।'' এই প্রেক্ষিতে তিনি পাল্টা বিভিন্ন রাজ্যের প্রশ্ন ফাঁসের প্রসঙ্গও তোলেন।
নিটকাণ্ডে সুপ্রিম কোর্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নির্দেশ দিয়েছিল এলাকা ভিত্তিক ফল প্রকাশ করতে। সেই নির্দেশ মেনে ফল প্রকাশ করা হয়েছে। তবে নতুন যে ফল বেরিয়েছে তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এনটিএ যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে, রাজস্থানের সিকরের ৫০টির মধ্যে ৩৭টি সেন্টারের পরীক্ষার্থীরাই শীর্ষ নম্বর প্রাপ্তির তালিকায় রয়েছে। গোটা দেশের ২৩ লক্ষের বেশি নিট পরীক্ষার্থীর ফলাফলে দেখা গেছে, রাজস্থানের সিকরের থেকেই সবচেয়ে বেশি নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীরা রয়েছে। এই ইস্যুতেও নতুন করে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে।