চিঠিতে লেখা হয়েছে, '৫৫ বছর আগে আমি মন্দির চত্বরে ২ টাকা পেয়েছিলাম। কাউকে জানাইনি। আজ নিজের ভুল বুঝে ১০ হাজার টাকা দিচ্ছি।' কিন্তু ওই খামে কারও নাম-পরিচয় উল্লেখ না থাকায় কে টাকা রেখে গেছে, তাঁর খোঁজ পাওয়া যায়নি।
ছবি- এআই
শেষ আপডেট: 6 July 2025 11:15
দ্য ওয়াল ব্যুরো: প্রায় পাঁচ দশক আগে তামিলনাড়ুর এক মন্দিরে ২ টাকা কুড়িয়ে পেয়েছিলেন এক ব্যক্তি (devotee got a Rs 2 note from temple)। তারপর থেকেই অনুশোচনায় ভুগছিলেন। শেষমেশ সেই মন্দিরেই ১০ হাজার টাকা দান করলেন তিনি। খামের সঙ্গে রেখে যান একটি নামহীন চিঠিও যেখানে তিনি নিজের ভুল স্বীকার করেছেন। তার থেকেই প্রকাশ্যে এল এই ঘটনা।
এই ঘটনা ইরোড জেলার নেরুঞ্জিপেট্টাইয়ের চেল্লান্ডি অম্মান মন্দিরে ঘটেছে (Tamil Nadu Temple News)। এটি এক শতাব্দী পুরনো মন্দির। জানা গিয়েছে, মন্দিরের (Tamil Nadu Temple) লোকেরা যখন দানবাক্স খোলেন, তার মধ্যে একটি খাম পাওয়া যায়। সেই খামের ভিতর ছিল ৫০০ টাকার ২০টি নোট (মোট ১০ হাজার টাকা)। সঙ্গে একটি চিঠিও পাওয়া গিয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, '৫৫ বছর আগে আমি মন্দির চত্বরে ২ টাকা পেয়েছিলাম। কাউকে জানাইনি। আজ নিজের ভুল বুঝে ১০ হাজার টাকা দিচ্ছি।' কিন্তু ওই খামে কারও নাম-পরিচয় উল্লেখ না থাকায় কে টাকা রেখে গেছে, তাঁর খোঁজ পাওয়া যায়নি।
হিসেব বলছে, ৫৫ বছর আগে অর্থাৎ ১৯৭০ সালের ২ টাকার মূল্য আজকের দিনের প্রায় ১০০ টাকার সমান। কিন্তু ওই ভক্ত দিয়েছেন ১০ হাজার টাকা! অর্থাৎ প্রায়শ্চিত্ত করতে ১০০ গুণ টাকা ফেরত দিয়েছেন তিনি। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই নামহীন ব্যক্তির প্রশংসা করছেন নেটিজেনরা।
অনেকেই আবার বলছেন, তিনি যেহেতু নিজের ভুল স্বীকার করে টাকা ফেরত দিয়েছেন, সেক্ষেত্রে নিজের পরিচয় সামনে আনতে পারতেন।