Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তেহরানে প্রতিরক্ষা মন্ত্রকে বিমান হামলার দায় স্বীকার ইসরায়েলের, পাল্টা আঘাতে মৃত ৬বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে
Jammu and Punjab

মোদীর হুঁশিয়ারির পরও ফের জম্মু ও পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের

সংবাদ সংস্থা সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রীর ওই ভাষণের কিছু পরেই ফের জম্মু ও পাঞ্জাবের (Jammu and Punjab) একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। গত কয়েকদিনের মতো এদিনও আকাশেই সেগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারতের সেনা বাহিনী। 

মোদীর হুঁশিয়ারির পরও ফের জম্মু ও পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের

ফের ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের।

শেষ আপডেট: 13 May 2025 04:17

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী (PM Modi)স্পষ্ট করে দিয়েছেন, সন্ত্রাসবাদীদের চোখরাঙানি ভারত সহ্য করবে না। মোদী সাফ জানিয়েছেন, "পাকিস্তানের (Pakistan) সঙ্গে কথা হলে এবার সন্ত্রাস এবং পাক অধিকৃত কাশ্মীর (only talk about terrorism and POK) নিয়েই কথা হবে।"

সংবাদ সংস্থা সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রীর ওই ভাষণের কিছু পরেই ফের জম্মু ও পাঞ্জাবের (Jammu and Punjab) একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। গত কয়েকদিনের মতো এদিনও আকাশেই সেগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারতের সেনা বাহিনী। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এদিন সংশ্লিষ্ট এলাকাগুলিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এদিন রাত ৯টার পরে পাঞ্জাবের জলন্ধর, উধমপুরে নর্দান কমান্ড ও এয়ার ফোর্স স্টেশনের উপর ১৫ টি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আকাশেই সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। সূত্রের দাবি, জলন্ধর ও সাম্বায় বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে।

সেনা সূত্রের খবর, পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে। আতঙ্কের কোনও কারণ নেই। সমগ্র এলাকায় বাহিনীর কড়া নজরদারি রয়েছে। নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট এলাকাগুলিকে ব্ল্যাক আউট করা হয়েছে।

প্রসঙ্গত এদিন নিজের দীর্ঘ ভাষণে মোদী স্পষ্ট করে দিয়েছেন সন্ত্রাসের প্রশ্নে রেয়াত নয়, প্রয়োজনে আবার যোগ্য জবাব দেওয়া হবে। মোদীর কথায়,  "সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না।" অর্থাৎ সন্ত্রাসবাদের প্রশ্নে ভারত জিরো টলারেন্সের পথ থেকে সরবে না। পাকিস্তানকে বাঁচতে হলে এখনই নিজেদের সন্ত্রাসের পথ থেকে সরে আসতে হবে। তারই মধ্যে এই হামলার ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে শোরগোল ছড়িয়েছে।


ভিডিও স্টোরি