সংবাদ সংস্থা সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রীর ওই ভাষণের কিছু পরেই ফের জম্মু ও পাঞ্জাবের (Jammu and Punjab) একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। গত কয়েকদিনের মতো এদিনও আকাশেই সেগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারতের সেনা বাহিনী।
ফের ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের।
শেষ আপডেট: 13 May 2025 04:17
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী (PM Modi)স্পষ্ট করে দিয়েছেন, সন্ত্রাসবাদীদের চোখরাঙানি ভারত সহ্য করবে না। মোদী সাফ জানিয়েছেন, "পাকিস্তানের (Pakistan) সঙ্গে কথা হলে এবার সন্ত্রাস এবং পাক অধিকৃত কাশ্মীর (only talk about terrorism and POK) নিয়েই কথা হবে।"
সংবাদ সংস্থা সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রীর ওই ভাষণের কিছু পরেই ফের জম্মু ও পাঞ্জাবের (Jammu and Punjab) একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। গত কয়েকদিনের মতো এদিনও আকাশেই সেগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারতের সেনা বাহিনী। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এদিন সংশ্লিষ্ট এলাকাগুলিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়।
সংবাদ সংস্থা সূত্রের খবর, এদিন রাত ৯টার পরে পাঞ্জাবের জলন্ধর, উধমপুরে নর্দান কমান্ড ও এয়ার ফোর্স স্টেশনের উপর ১৫ টি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আকাশেই সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। সূত্রের দাবি, জলন্ধর ও সাম্বায় বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে।
সেনা সূত্রের খবর, পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে। আতঙ্কের কোনও কারণ নেই। সমগ্র এলাকায় বাহিনীর কড়া নজরদারি রয়েছে। নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট এলাকাগুলিকে ব্ল্যাক আউট করা হয়েছে।
প্রসঙ্গত এদিন নিজের দীর্ঘ ভাষণে মোদী স্পষ্ট করে দিয়েছেন সন্ত্রাসের প্রশ্নে রেয়াত নয়, প্রয়োজনে আবার যোগ্য জবাব দেওয়া হবে। মোদীর কথায়, "সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না।" অর্থাৎ সন্ত্রাসবাদের প্রশ্নে ভারত জিরো টলারেন্সের পথ থেকে সরবে না। পাকিস্তানকে বাঁচতে হলে এখনই নিজেদের সন্ত্রাসের পথ থেকে সরে আসতে হবে। তারই মধ্যে এই হামলার ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে শোরগোল ছড়িয়েছে।