শেষ আপডেট: 1st October 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: বিনাপয়সায় আইফোন হাতানোর জন্য ডেলিভারি বয়কে খুন করে পুঁতে দিল যুবক! লখনউ শহরের এই কাণ্ড শুনে চোখ কপালে উঠেছে সকলের।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় লক্ষ টাকার আইফোন অর্ডার দিয়েছিলেন লখনউয়ের বাসিন্দা মূল অভিযুক্ত গজাননের বন্ধু হিমাংশু। ক্যাশ অন ডেলিভারি মোডেই ফোনটি অর্ডার করা হয়। সেইমতো ফোন দিতে আসা ডেলিভারি বয়কেই খুনের অভিযোগ গজাননের বিরুদ্ধে।
জানা গিয়েছে, অভিযুক্ত এক টাকা দেওয়া তো দূর, ফোন হাতিয়ে ডেলিভারি বয়কে প্রথমে শ্বাসরোধ করে খুন করে। পরে এক বন্ধুর সাহায্য নিয়ে মৃতদেহ ব্যাগে ভরে ইন্দিরা খালে ভাসিয়ে দেয় বলে অভিযোগ।
লখনউয়ের ডেপুটি কমিশনার শশাঙ্ক সিং জানান, লখনউয়ের বাসিন্দা হিমাংশু দিনকয়েক আগেই ফ্লিপকার্ট থেকে বিগ বিলিয়ন ডের অফারে একটি দেড় লাখ টাকার আইফোন অর্ডার করে। পেমেন্ট মোড ছিল ক্যাশ অন ডেলিভারি। মানে ফোন হাতে পাওয়ার পর তবেই টাকা দেওয়ার কথা ছিল।
গত ২৩ সেপ্টেম্বর লখনউয়ের নিশাতগঞ্জের বাসিন্দা ডেলিভারি বয় ভরত সাউ ফোনটি দিতে গেলেই নেমে আসে চরম বিপর্যয়। তাঁর থেকে ফোন হাতিয়ে নিয়ে প্রথমে শ্বাসরোধ করে খুন এবং পরে এক বন্ধুর সাহায্য নিয়ে ডেলিভারি বয়কে ব্যাগে ভরে গজানন ও আকাশ স্থানীয় ইন্দিরা খালে ফেলে দেয় বলে অভিযোগ।
ছেলেকে খুঁজে না পেয়ে ভরতের পরিবার পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ডেলিভারি বয়ের ফোনের টাওয়ার লোকেশন ও কল ডিটেইলস খতিয়ে দেখে পুলিশ জানতে পারে হিমাংশু নামে গজাননের এক বন্ধুর কথা। পরে সেই সূত্র ধরে হিমাংশু ও আরেক অভিযুক্ত আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠাতেই আসল রহস্য সামনে আসে।
পুলিশ জানিয়েছে, দুজনকে জেরা করতেই তারা ডেলিভারি বয়কে খুনের ঘটনা জানাতেই গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত গজাননকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের বয়ানের ভিত্তিতে ডিজাস্টার রেসপন্স ফোর্স ইন্দিরা খাল থেকে ডেলিভারি বয়ের দেহ খোঁজার কাজ শুরু করেছে বলে খবর।