Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধা
Lajpat Nagar domestic worker incident

ধার নেওয়া টাকা ফেরত চান মালকিন, করেন চ্যাঁচামেচিও, তাতেই দিল্লির মা-ছেলেকে খুন করে পরিচারক

দিল্লির লাজপত নগরে নিজের বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার এক মহিলা ও তাঁর ১৪ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। অভিযোগের আঙুল গৃহসহায়ক মুকেশের দিকে। 

ধার নেওয়া টাকা ফেরত চান মালকিন, করেন চ্যাঁচামেচিও, তাতেই দিল্লির মা-ছেলেকে খুন করে পরিচারক

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 4 July 2025 07:41

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লাজপত নগরে নিজের বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার এক মহিলা ও তাঁর ১৪ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। অভিযোগের আঙুল গৃহসহায়ক মুকেশের দিকে। পুলিশ জানিয়েছে, গৃহকর্ত্রীর বকুনি এবং আর্থিক লেনদেন ঘিরে বিবাদের জেরে এই হামলা ঘটে। সেই সঙ্গে টাকা ফেরত চাওয়াও হয়েছিল। সেই রাগেই নাকি ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

মৃত মহিলার নাম রুচিকা সেওয়ানি (৪২)। তাঁর ছেলে কৃষ ছিলেন দশম শ্রেণির ছাত্র। পুলিশ সূত্রে খবর, কাজকর্ম নিয়ে কথা কাটাকাটির সময় রাগের মাথায় মুকেশ এই ঘটনা ঘটায়। সে জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে সে কয়েকদিন কাজে যেতে পারেনি। সেই নিয়ে রুচিকা তাঁকে বকাঝকা করেন এবং স্বামীর কাছ থেকে নেওয়া ৪০ হাজার টাকা ফেরত দিতে বলেন। সেই সময়েই রাগে তিনি রুচিকাকে আক্রমণ করেন। পরে ছেলে কৃষ ঘটনাস্থলে চলে এলে তাকেও মারা হয়, যাতে পুরো ঘটনাটি প্রকাশ্যে না আসে।

বুধবার রাত ৯টা ৩০ নাগাদ বাড়ি ফিরে রুচিকার স্বামী কুলদীপ সেওয়ানি দরজা বন্ধ দেখতে পান। ফোনে স্ত্রী বা ছেলের সাড়া না পেয়ে সন্দেহ হয় তাঁর। সিঁড়ির ধারে রক্তের দাগ দেখে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে রুচিকা মৃত অবস্থায় পড়ে আছেন। ছেলের দেহ পড়ে ছিল বাথরুমে, রক্তে ভেসে।

দম্পতি মিলে লাজপত নগর মার্কেটে একটি পোশাকের দোকান চালাতেন। অভিযুক্ত মুকেশ (২৪) বিহারের বাসিন্দা। বর্তমানে দিল্লির অমর কলোনিতে থাকত, যা সেওয়ানি পরিবারের বাড়ির কাছেই।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত মুকেশ পালিয়ে যায়। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের মুঘলসরাই এলাকা থেকে। জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


ভিডিও স্টোরি