শেষ আপডেট: 5th February 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে র্যাপিডো বুক করেছিলেন। কিন্তু সেই সফর যে এতটা ভয়ঙ্কর হবে কে জানত! চালকের বিরুদ্ধে চূড়ান্ত হয়রানির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এক তরুণী। স্পষ্ট জানিয়েছেন, লাগাতার ওই চালকের ফোন ও মেসেজে রীতিমতো আতঙ্কিত ও বিরক্ত তিনি। যদিও পরে বিষয়টি র্যাপিডোকে ইমেল করে জানালে চালকের প্রোফাইল ব্লক করে দেওয়া হয়েছে।
ঠিক কী অভিযোগ?
জানা গেছে, দিল্লির বাসিন্দা এক তরুণী র্যাপিডোর চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে মহিলার দাবি, গন্তব্যে পৌঁছে দেওয়ার পর থেকে লাগাতার চালক তাঁকে ১২ বারের বেশি তাঁকে ফোন করেছেন। হোয়াটসঅ্যাপেও একাধিক অশ্লীল মেসেজ পাঠান। তরুণী জানান, চালক তাঁকে নামিয়ে দিয়ে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেন। সে সময় পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে।
তরুণীর আরও অভিযোগ, তিনি প্রথমে চালকের সঙ্গে অল্পবিস্তর কথা বলছিলেন, ভদ্রভাবে চালকের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তবে, আচমকাই চেহারা ও বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করে চালক। তাতেই কিছুটা স্তম্ভিত হয়ে চুপ করে যান তরুণী। এরপর ড্রাইভার তাঁকে 'ভাইয়া' না বলার জন্য জোরাজুরি করেন এবং সোশ্যাল মিডিয়ার বিবরণ জানতে চান।
মহিলা নিজের পোস্টে পরিষ্কার জানিয়েছেন, "সবাইকে হ্যালো, গতকাল আমি র্যাপিডো থেকে একটা রাইড বুক করেছিলাম। চালক আমাকে আমার লোকেশনে নামিয়ে দিয়েছিলেন এবং যখন আমি তাঁকে টাকা দিচ্ছিলাম তখন আমাকে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেন। ছোটখাটো কথাবার্তায় আমার খারাপ লাগে না তাই আমি কথা বলতে শুরু করেছিলাম। তারপরই "আপনে ইতনে ইয়ং অর সুন্দর হো ফির মাঙ্গেতার কিউ" এমন প্রশ্ন করেন। আমি কথা এড়িয়ে গিয়ে হেসে বললাম, ধন্যবাদ ভাইয়া। উত্তরে চালক বলেন, "প্লিজ ভাইয়া মাত বোলো অর হো সাকে তো আপনে সোশ্যাল মিডিয়া শেয়ার করো।"
বিষয়টি এখানেই থামেননি। পরের দিন পরের থেকে তরুণীকে লাগাতার ফোন করতে থাকেন চালক। হোয়াটসঅ্যাপে তাঁকে আপত্তিকর মেসেজও পাঠিয়েছেন। সব স্ক্রিনশট পোস্ট করেছেন তরুণী।
এরপরই র্যাপিডোর গ্রাহক সহায়তা দলকে ইমেল করে বিষয়টি জানাতেই চালককে প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়। এমন ঘটনার কথা ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। একজন লিখেছেন, "আপনি নিরাপদে আছেন শুনে ভাল লাগলো। আর সংস্থা চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এটাও ভাল।"
আরেকজন মন্তব্য করেছেন, "আশা করি আপনি নিরাপদে আছেন। দয়া করে আপনার প্রিয়জনদের জানান এবং যাত্রা শুরু করার আগে তাদের সাথে লাইভ লোকেশন শেয়ার করুন। দয়া করে বাইক ট্যাক্সি এড়িয়ে চলুন কারণ এটি নিরাপদ নয়। যদি পারেন তবে একটি শেয়ার্ড অটো বা ক্যাব বেছে নিন।"