শেষ আপডেট: 14th December 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই দিল্লির একাধিক প্রান্তে বিভিন্ন স্কুলে বোমা রাখার খবর আসছে। বেশিরভাগ ক্ষেত্রে তা ভুয়ো হলেও চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না দিল্লি পুলিশের। শুক্রবার সকালেই দিল্লির ৬টি স্কুলে হুমকি ইমেল আসায় চাঞ্চল্য ছড়িয়েছিল। যে ইমেল আইডি থেকে হুমকি বার্তা পাঠানো হয়েছিল, সেটি ধরে খোঁজ শুরু করতেই চোখ কপালে ওঠে পুলিশের। ঘটনায় দিল্লির এক স্কুল পড়ুয়ার হদিশ পায় পুলিশ।
জানা গেছে, দিল্লির আরকে পুরম স্কুলের পড়ুয়া সে। নিজের স্কুল বিল্ডিং বিস্ফোরণে ওড়ানোর হুমকি দিয়ে এই ইমেল পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মজার ছলেই নাকি নিজের স্কুল বিল্ডিং বিস্ফোরণে ওড়ানোর হুমকি বার্তা দিয়েছিল ওই পড়ুয়া।
সূত্রের খবর, পড়ুয়ার ইন্টারনেটের আইপি অ্যাড্রেস ট্রেস করে পুলিশ তার বাড়িতে পৌঁছয়। পুলিশের জিজ্ঞাসাবাদে পড়ুয়া সমস্ত অভিযোগ স্বীকার করে নেয় বলে খবর। আচমকা মজার ছলে কেন সে এমন মারাত্মক ঘটনা ঘটালো, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এদিন পুলিশ জেরা করলেও আপাতত ছেলেটিকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে পরিবারকে সন্তানের উপর আরও বেশি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ নিশ্চিত নিজের স্কুলে এমন ইমেল পাঠালেও দিল্লির একাধিক স্কুলে বারবার যে ভুয়ো বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে, তার সঙ্গে এই পড়ুয়ার কোনও সম্পর্ক নেই। এই ছাত্র কেবলমাত্র তাঁর নিজের স্কুল আরকে পুরমে একটি হুমকি ই-মেল পাঠিয়েছিল।
গত এক সপ্তাহে দিল্লির ৪৭টি স্কুলে বোমা বিস্ফোরণের ভুয়ো হুমকি বার্তা ঘিরে শোরগোল পড়ে যায়। দু’দিন অন্তর এই ধরনের বিস্ফোরণের হুমকিতে সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। তবে সবক’টি মেলই ভুয়ো বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।