শেষ আপডেট: 21st December 2024 12:46
দ্য ওয়াল ব্যুরো: সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো। ওয়াকিবহাল মহল মনে করছে যে, বাংলাদেশের পরিস্থিতি দিল্লির রাজনীতিতে একটা বড় বিষয় হতে পারে। গুরুত্ব দিয় দেখা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যুও। ঠারেঠোরে তা বেশ বোঝা যাচ্ছে কারণ, এ ব্যাপারে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) মাঠে নেমে পড়েছে।
কী না, ইতিমধ্যেই দিল্লি কর্পোরেশনের ডেপুটি কমিশনার অবৈধ বাংলাদেশি ছাত্রছাত্রীদের চিহ্নিত করতে সমস্ত স্কুলকে নোটিশ পাঠিয়ে দিয়েছেন। যেখানে স্পষ্ট করে লেখা আছে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দখল করে থাকলে তাদের অবিলম্বে অপসারণ করতে হবে।
শুধু তাই নয়, জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়ে বলা হয়েছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেন জন্মের শংসাপত্র জারি করা না হয়।
বিপি ভরদ্বাজ অর্থাৎ কর্পোরেশনের ডেপুটি কমিশনার জানিয়েছেন, শিক্ষা দফতর যেন অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে আর পুরসভা অন্তর্গত স্কুলে তাদের যাতে ভর্তি না করা হয় সেই মতো ব্যবস্থা নিতে হবে।
এ ব্যাপারে সদ্য একটি বৈঠকও ডাকা হয়েছিল। যেখানে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ব্যাপারটা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এর মধ্যে কোনও জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে কিনা তার জন্য একটি বিশেষ দল তৈরি করার কথাও বলা হয়েছে। যারা অনুপ্রবেশকারীদের সনাক্ত করবে। এছাড়াও এমসিডির সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও আঞ্চলিক আধিকারিকদের তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতেও বলা হয়েছে।