শেষ আপডেট: 11th November 2024 22:00
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে চলতি বছরে লাফিয়ে বাড়ল ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা। ৯ নভেম্বর পর্যন্ত দেশের রাজধানী শহরে ৭২৮ জন ম্যালেরিয়া ও ১৭২ জন চিকুনগুনিয়ায় অসুস্থ হয়েছেন বলে খবর। যদিও দিল্লির আপ সরকার আগেভাগেই জানিয়েছিল সেখানে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা একেবারেই হাতেগোনা।
দিল্লি পুরসভার সাপ্তাহিক মশাবাহিত রোগের রিপোর্ট কিন্তু অন্য হিসাব জানাচ্ছে। জানা গিয়েছে, নভেম্বর মাসের ৯ তারিখ পর্যন্ত ১৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
পরিসংখ্যান বলছে, ২০২০ সালে দিল্লিতে ম্যালেরিয়ার কেস রেকর্ড হয়েছিল ২২৮টি। ২০২১ সালে সেই সংখ্যা কিছুটা কমে হয় ১৬৭। ২০২২ সালে ২৬৩ এবং ২০২৩ সালে ৪২৬ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। সেখানে এ বছর শেষ হতে না হতেই সংখ্যাটা গিয়ে পৌঁছেছে ৭২৮ জনে।
তবে আশ্চর্যের ২০২৪ সালে দিল্লিতে মোট ৪৫৩৩টি টেস্ট হয়েছে। যার মধ্যে শুধুমাত্র নভেম্বরেই ৪৭২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। জানা গিয়েছে, দিল্লির শাহদরা দক্ষিণ থেকেই সবচেয়ে বেশি ৮৭টি চিকুনগুনিয়ার কেস পাওয়া গিয়েছে।
অন্যদিকে দিল্লি সেন্ট্রালে সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। যেখানে ৪৯০ জন ইতিমধ্যে পরীক্ষা করিয়েছেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে ২০২০ সালে চিকুনগুনিয়ার কেস ধরা পড়েছিল ১১১টি। ২০২১ সালে ৮৯, ২০২২ সালে ৪৮ এবং ২০২৩ সালে ৬৫ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। অতএব পরিসংখ্যান দেখলেই স্পষ্ট গত পাঁচ বছরে পরিস্থিতি ভাল হওয়া তো দূর, উল্টে আরও খারাপ হয়েছে।
দিল্লির বিভিন্ন প্রান্তে জমা জল নিয়ে অভিযোগের শেষ নেই। সম্প্রতি আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও মুখ্যমন্ত্রী আতিশী মারলেনার বিরুদ্ধে এই নিয়ে অভিযোগও তুলেছিলেন বিক্ষুব্ধ আপ সাংসদ স্বাতী মালিওয়াল। সোমবার এমন তথ্য সামনে আসতেই আম আদমি পার্টির ‘মিথ্যাচার’ সামনে এল।