শেষ আপডেট: 1st January 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি পুলিশে নিয়োগ শুরু হবে। ঝরঝরে বাংলায় কথা বলতে পারলেই চাকরি! হ্যাঁ, এমনই সুযোগ মিলতে চলেছে। কারণ, দিল্লি পুলিশে ফের সক্রিয় হচ্ছে বাংলাদেশি সেল। অনুপ্রবেশকারীদের পাকড়াও করতে এই নয়া পন্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশে অশান্তির ঘটনার বাড়বাড়ন্তর পর সেখান থেকে বহু অনুপ্রবেশকারী ভারতে চলে এসেছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে একাধিকজনকে পাকড়াও করা হয়েছে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মহারাষ্ট্র সহ নানা রাজ্য থেকে। রাজধানী দিল্লিতেও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরতে চলছে লাগাতার অভিযান। এই কারণেই বাংলা ভাষা জানেন, বলতে পারেন, এমন লোককে নিয়োগ করা হবে দিল্লি পুলিশে।
মূলত বাংলা ভাষা বুঝতে না পারায় এই ধরনের অভিযানে সমস্যায় পড়ছে দিল্লি পুলিশ। সেই কারণে বাংলাভাষীদের দলে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্রের খবর, দিল্লি পুলিশের বাংলাদেশ সেলে ৫ থেকে ১০ জন করে বাংলা জানা অফিসার নিয়োগ করা হবে। দিল্লির প্রত্যেক পুলিশ জেলাতেই এই সেল সক্রিয় করা হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরাই এই সেলের প্রধান লক্ষ্য।
বছর ২০ আগে এমন একটি সেল চালু ছিল। তবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা এ দেশে কমতে থাকায় তা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কিন্তু গত সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পর ভারতে অনুপ্রবেশকারীদের সংখ্যা বড় আকারে বেড়েছে। ইতিমধ্যে ধরা পড়েছে বেশ কয়েকজন জঙ্গিও যাদের সঙ্গে আনসারুল্লা বাংলার যোগ রয়েছে।
কয়েকদিন আগে আবার ভিনরাজ্যে থাকা বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেন তিনি। দিল্লি সহ অন্যান্য একাধিক রাজ্যে প্রচুর সংখ্যক বাঙালি পড়ুয়া রয়েছে। তাছাড়া বাংলার অনেক মানুষ ভিন রাজ্যে কর্মসূত্রেও রয়েছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারী খুঁজতে গিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ছিল কংগ্রেস নেতার।
বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে গিয়ে বাঙালি পরিবারগুলিকে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন অধীর। সেই প্রেক্ষিতে বলা যায়, দিল্লি পুলিশে বাংলা জানা অফিসার নিয়োগ হলে এই ধরনের অভিযোগ হয়তো কম আসবে। কারণ তারা স্পষ্টভাবে বাংলাদেশিদের সঙ্গে কথা বলতে পারবেন।