শেষ আপডেট: 17th March 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: 'পথ-রোমিও' রুখতে 'শিষ্টাচার' পুলিশ বাহিনী গঠন করা হল রাজধানীতে। স্কুল-কলেজ পড়ুয়া নাবালিকা, তরুণী-যুবতী সহ সামগ্রিকভাবে মহিলাদের নিরাপত্তা রক্ষায় কাজ করবে এই বিশেষ বাহিনী। দিল্লি পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি জেলায় ১৫ জন প্রশিক্ষিত কর্মী দিয়ে গঠিত হবে এই শিষ্টাচার বাহিনী। এই ধরনের অপরাধের মামলা করা ছাড়াও ইভটিজিং রুখতে সতর্ক থাকবে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ডেপুটি পুলিশ কমিশনাররা এলাকার সম্ভাব্য জায়গাগুলি চিহ্নিত করে দেবেন। যেমন, মেয়েদের স্কুল-কলেজ, মেয়েদের হস্টেল, পার্ক, অফিসপাড়া, সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র, মল, অ্যামিউজমেন্ট পার্ক ইত্যাদি। সেই তালিকা পাঠানো হবে বিশেষ পুলিশ বাহিনীর ডিসিপি-র কাছে। এই বাহিনীর নাম দেওয়া হয়েছে, স্পেশাল পুলিশ ইউনিট ফর উওমেন অ্যান্ড চিলড্রেন।
প্রতি সপ্তাহে কোথায় কতজন বিশেষ পুলিশ মোতায়েন থাকবেন তা ঠিক করে দেবে এসিপি পদমর্যাদার অফিসার। বিশেষ বাহিনীর পুলিশ কর্মীরা সাদা পোশাকে বাসে ঘোরাফেরা করবেন। এর জন্য সাদা পোশাকের সুন্দরী মহিলা পুলিশও বাছাই করা হয়েছে। যাঁদের টোপ ফেলে ছিপে তোলা হবে রোমিও খোকাবাবুদের। পুলিশের এই বিশেষ বাহিনীর প্রতিটিতে থাকবেন একজন করে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, চার পুরুষ কর্মী এবং মহিলা অফিসার। প্রতিটি স্কোয়াডকে একটি করে গাড়ি ও পর্যাপ্ত দুচাকার বাহন দেওয়া হবে।
প্রসঙ্গত, শিষ্টাচার কর্মসূচি দিল্লি বিধানসভা নির্বাচনের বিজেপির সংকল্পপত্রেই ছিল। এর আগে ২০১৭ সালে উত্তরপ্রদেশ পুলিশেও এ ধরনের বাহিনী গঠন করা হয়েছিল।