শেষ আপডেট: 28th October 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: বাইকের 'সাধারণ' আওয়াজ এখন অনেকের পছন্দই হয় না। সাইলেন্সারে কাজ করিয়ে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করেই হয় তৃপ্তি। দিল্লির এক যুবকও তাই করেছিল। তবে তাঁকে আটকায় পুলিশ। এরপরের ঘটনা সকলকে চমকে দেবে।
বাবাকে ডেকে এনে পুলিশকেই মারধর করল ওই যুবক! ঘটনায় দুজনকেই গ্রেফতার করা হয়েছে।
নিজের রয়্যাল এনফিল্ড বাইকের সাইলেন্সারে কাজ করিয়েছিল আসিফ। বাইক চালালেই বিকট আওয়াজ হচ্ছিল তারপর থেকে। রাস্তায় বেরনোর পর দিল্লির জামিয়া নগর এলাকায় তাঁকে আটকায় পুলিশ। সঙ্গে সঙ্গেই তাঁদের সঙ্গে বচসা শুরু হয় আসিফের।
তর্কাতর্কি কিছুক্ষণ চলার পর নিজের বাবাকে ফোন করে ডাকে সে। এরপর বাবা-ছেলে মিলে পুলিশের সঙ্গে আরও তর্কে জড়িয়ে জোরজবরদস্তি বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এই অবস্থায় পুলিশ রুখে দাঁড়ালে দুজনের মিলে এক ইন্সপেক্টর এবং কনস্টেবলকে মারধর করে বলে অভিযোগ। দুজনই গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পরই দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, দুজনের অবস্থা আপাতত স্থিতিশীল হলেও অফিসারের চোখের তলায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে ঘুষি মারা হয়েছে।
পুলিশের অভিযোগ, বাইকের সাইলেন্সার থেকে যে আওয়াজ বেরোচ্ছিল তা ডিসেবল সীমার অনেক ওপরে ছিল। এছাড়া মোটর ভ্যাকেলস অ্যাক্টের নিয়মবিরুদ্ধ কাজ করেছেন আসিফ।