শেষ আপডেট: 25th September 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো: মহিলা ভাড়াটের ঘর ও শৌচাগারে গোপন ক্যামেরা রাখার অভিযোগে গ্রেপ্তার তিরিশ বছরের এক যুবক। দেখলে মনে হবে ঘরে বাল্ব লাগানোর সাধারণ হোল্ডার। কিন্তু তারই মধ্যে লুকনো ছিল গোপন ক্যামেরা। নিজের শৌচাগারে লুকনো ক্যামেরা দেখতে পেয়েছিলেন ওই মহিলা। বাথরুমে এবং বেডরুমে গোপন ক্যামেরা লাগিয়ে ভিডিও রেকর্ড করার অভিযোগে যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ঘটনা দিল্লির শকরপুরের।
অভিযুক্তের নাম করণ কুমার। জানা গিয়েছে, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ৩৬ বছরের ওই মহিলা তার জেরেই দিল্লির শাকারপুরে একটি ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। সেই বাড়িরই মালিকের ছেলে করণ। একই বাড়ির অন্য একটি তলায় থাকত অভিযুক্ত।
ঠিক কী ঘটনা ঘটেছে? উত্তরপ্রদেশে নিজের বাড়ি যাওয়ার সময় নিজের ঘরের চাবি ওই যুবককে দিয়ে গিয়েছিলেন ওই তরুণী। ফিরে আসার পরে অনেক ধরনের অস্বাভাবিকতা তাঁর নজরে পরে। ফোনের ইন্টারনেট কানেকশন ঠিকভাবে কাজ করছিল না। ল্যাপটপে কাজ করতেও বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছিল।
পুলিশের সূত্র অনুযায়ী, সেই তরুণী প্রথমে হোয়াটসঅ্যাপে অস্বাভাবিক সক্রিয়তা লক্ষ করেছিলেন। পরে লিঙ্কড ডিভাইস হিসেবে একটি অজানা ল্যাপটপের সন্ধান পান তিনি। তা থেকেই বুঝতে পারেন ঘরে কোনওরকম সমস্যা রয়েছে। এর পরই শৌচাগারে ক্যামেরাটি দেখতে পেয়ে যান ওই মহিলা। তারপরেই অভিযোগ জানান।
এর পরই বিশেষভাবে সক্ষম ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তখনই নিজের দোষ স্বীকার করে নেয় অভিযুক্ত। এই ঘটনায় দুটি গোপন ক্যামেরা ছাড়াও দু'টি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।