শেষ আপডেট: 24th October 2024 00:18
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল সাড়ে ১০টা। দিল্লির ফায়ার সার্ভিসের অফিসের ফোন বেজে উঠল। অপরপ্রান্ত থেকে খবর এল, 'যমুনা খাদর এলাকায় থাকা বিদ্যুতের হাইভোল্টেজ খুঁটিতে উঠে পড়েছেন এক ব্যক্তি। দাবি করছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করিয়ে দিতে হবে! তাঁর কিছু দাবি জানানোর আছে!'
এদিকে ঘূর্ণিঝড় দানা ঘিরে দেশ জুড়ে সতর্কতা জারি হয়েছে। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সারতে মেঘলা দিনেও কালঘাম ছুটছে পুলিশ, দমকল বাহিনীর কর্মীদের। তার মাঝে এমন উটকো ফোন!
খবর পৌছল গীতা কলোনি থানাতেও। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকলের কর্তারা দেখলেন, সত্যি তো বিদ্যুৎ টাওয়ারে কে যেন একজন উঠে বসে আছে! চিৎকার করে কিছু একটা দাবির কথাও বলছে! ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল সেই ভিডিও।
পরে অনেক অনুরোধ, উপরোধ করে সেই ব্যক্তিকে টাওয়ার থেকে নীচে নামিয়ে আনতে সক্ষম হন পুলিশ ও দমকলের কর্তারা।
#WATCH | Delhi | An unidentified man has climbed up a high-voltage electric pole in the Yamuna Khadar area under Geeta Colony PS limits. Police and Fire Brigade personnel are present on the spot to bring him down safely. pic.twitter.com/xA0fvzit4G
— ANI (@ANI) October 23, 2024
কী দাবি? কেন বিদ্যুতের হাইভোল্টেজ টাওয়ারে উঠে পড়েছিলেন ওই ব্যক্তি?
দিল্লির দমকল বিভাগের আধিকারিক যশবন্ত সিং মীনা বলেন, "ওই ব্যক্তি কোনও এক ব্যাপারে প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বলে দাবি জানাচ্ছিলেন। কী বিষয়ে তা অবশ্য স্পষ্ট করে বলেননি। অনেক অনুরোধের পর নীচে নামানো গেছে।"
কে এই ব্যক্তি?
দমকল সূত্রের দাবি, টাওয়ারে উঠে পড়া ব্যক্তিটি কখনও জানিয়েছেন, তাঁর বাড়ি পশ্চিমবঙ্গে। কখনও বলেছেন, তাঁর বাড়ি বিহারে। এরকমই পরস্পর বিরোধী একাধিক কথা বলছিলেন। নিজেকে শিক্ষক হিসেবেও দাবি করেছেন। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা, পরীক্ষা করে দেখা হবে বলে প্রশাসন সূত্রের খবর।