শেষ আপডেট: 7th December 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: নিজের পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে দিতে আপত্তি। কথা না মানলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। সেই রাগেই নিজের মাকে খুন করল ছোট ছেলে!
যদিও মাকে খুনের বিষয়টি জানাজানি হওয়ার আগেই দিল্লির বাসিন্দা অভিযুক্ত সাওয়ান পুলিশকে ফোন করে। জানায়, ডাকতরা বাড়িতে হামলা চালিয়ে মাকে খুন করেছে এবং তাঁর কানের দুল খোয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তল্লাশি চালিয়ে দেখে সেখানে ডাকাতির কোনও গল্পই নেই। বাড়ির সবকিছু যেমন ছিল সব আগের মতোই রয়েছে। পরে পুলিশ জানতে পারে পুরোটাই সাজানো গল্প। নিজের মাকে খুন করেছে ছোট ছেলেই।
কী কারণে এমন পরিকল্পনা?
পুলিশ সূত্রে খবর, সাওয়ানের দাদা কপিলের (২৭) শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল। দাদার বইয়ের পরে তার পছন্দের পাত্রীর কথা মাকে জানায় সে। ছোট ছেলের কথা শুনেই মা সুলোচনা বেঁকে বসেন। পরিষ্কার জানিয়ে দেন, ওই মেয়েকে একেবারেই পছন্দ নয় তাঁর। কোনওভাবেই এ সম্পর্ক মেনে নেওয়া যাবে না।
মা আরও জানান, যদি আগামীদিনে এ বিষয়ে সাওয়ান একটাও কথা বলে, তাহলে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেওয়া হবে। এরপরই মায়ের উপর রেগে গিয়ে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে সে।
তবে পুলিশ জানিয়েছে, কোনওভাবেই যাতে বিষয়টিকে অপরাধ বলে মনে না হয় সে কারণে সবকিছুই করেছিল সে। এমনকি মায়ের কানের দুল নিজেই লুকিয়ে রেখেছিল সে। যাতে পুরো বিষয়টা ডাকাতির মতো দেখায়।
কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশের তৎপরতায় শনিবার সকালেই গ্রেফতার করা হয় পেশায় গাড়ি চালক সাওয়ানকে।