শেষ আপডেট: 6th October 2023 12:43
দ্য ওয়াল ব্যুরো: নিউজক্লিক সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান অমিত চক্রবর্তীর জামিনের আবেদন সোমবার শুনবে দিল্লি হাইকোর্ট। সকালে দিল্লি হাইকোর্টে এই আর্জির প্রাথমিক শুনানি হয়েছে। আইনজীবী কপিল সিব্বল দ্রুত শুনানির আর্জি জানালে আদালত সম্মত হয়। মামলায় ধৃতদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের দাবিও জানানো হয়েছে।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
গত বুধবার ডিজিটাল পোর্টাল নিউজক্লিকের সম্পাদক-সহ একাধিক সাংবাদিক ও সংবাদকর্মীর অফিস-বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশ। দিনভর তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রবীর ও অমিতকে গ্রেফতার করা হয়। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁদের সাতদিন হেফাজতে পেতে পুলিশের আর্জি মঞ্জুর করে। ওই সাংবাদিকদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র ধারায় মামলা করা হয়েছে। পুলিশের অভিযোগ, ধৃতরা কাশ্মীর ও অরুণাচল প্রদেশের অখণ্ডতা সংক্রান্ত বিষয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
সাংবাদিকদের একাধিক সংগঠন এই গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে ইউএপিএ-র মতো আইনের ধারায় মামলা করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে। ওই ধারায় সাধারণত বিচ্ছিন্নতাবাদী, জঙ্গি এবং দেশ বিরোধী নাশকতা, ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়। সাংবাদিক সংগঠনগুলি এই ব্যাপারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের হস্তক্ষেপ দাবি করেছে।