দিল্লিতে এসেছে বিরল পরিযায়ী পাখিরা।
শেষ আপডেট: 13th January 2025 12:28
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি-এনসিআর অঞ্চলে এই শীতে বহু বছর পর ফের দেখা গেল কিছু বিরল প্রজাতির পরিযায়ী পাখি (Migratory Birds), যেমন বৈকাল টিল ও ফ্যালকেটেড ডাক। জানা গেছে, সুলতানপুর জাতীয় উদ্যানে এদের দেখা মিলেছে, এর ফলে পাখিপ্রেমী এবং প্রকৃতিপ্রেমীদের মধ্যে আনন্দের ঢেউ উঠেছে।
দিল্লির পাখি পর্যবেক্ষক মোহিত মেহতা গত ৯ জানুয়ারি সুলতানপুর জাতীয় উদ্যানে বৈকাল টিলের দেখা পান। জানা যাচ্ছে, দিল্লি-এনসিআর অঞ্চলে শেষবার এই প্রজাতির দেখা মিলেছিল ২০১৩ সালে (Migratory Birds)।
মেহতা বলেন, ‘দীর্ঘ ১২ বছর পরে বৈকাল টিলের মতো এক বিরল শীতকালীন অতিথির প্রত্যাবর্তন সত্যিই রোমাঞ্চকর। এটি আমার কাছে এক স্বপ্নপূরণের মতো।’
বাইকাল টিল প্রথমবার দেখা গেছিল দিন কয়েক আগে। নতুন বছর পড়ার পরে সেটি সংখ্যায় বেড়েছে, আরও কয়েকজন পাখি পর্যবেক্ষক এই প্রজাতিকে শনাক্ত করেছেন।
পুরুষ বাইকাল টিল পাখিকে তার সবুজ ও হলুদ মুখের নকশা, গোলাপি দাগযুক্ত বুক এবং ঝুলন্ত পালক দেখে চেনা যায়। মেয়ে পাখি সাধারণত বাদামি রঙের হয় এবং ঠোঁটের কাছে একটি বিশেষ বাদামি দাগ থাকে। এই পাখি সাধারণত তুন্দ্রা অঞ্চলের বাসিন্দা। পরিযায়ী হয়ে উড়ে এসে গ্রীষ্মপ্রধান দেশের জলাভূমিতে বাসা বাঁধে এবং প্রজননের সময় দল বেঁধে থাকে।
এই শীতকালে আরও এক বিরল পাখি ফ্যালকেটেড ডাকেরও দেখা মিলেছে সেখানে। সুলতানপুর জাতীয় উদ্যানে দিন কয়েক আগে একটি পাখি পর্যবেক্ষক দল এই প্রজাতির সন্ধান পান।
যদিও গ্রেটার নয়ডার সুরজপুর অঞ্চলে ২০২৩ সালে এই প্রজাতির দেখা মিলেছিল, তবে দিল্লি-এনসিআর অঞ্চলে এটি অত্যন্ত বিরল।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফ্যালকেটেড ডাক এবং বাইকাল টিলের মতো পাখি সাধারণত চিন, মঙ্গোলিয়া এবং দক্ষিণ কোরিয়ার অঞ্চলে প্রজনন করে এবং শীতকালে পূর্ব ভারতের দিকে পরিযান করে। উত্তর-পশ্চিম ভারতে এদের সাধারণত দেখা যায় না। তবে আবহাওয়া উপর নির্ভর করে বা কোথাও বেশি খাবারের সন্ধান পেলে, কখনও কখনও গন্তব্যের আগেই এদের পথ বিচ্যুত হয়।
এছাড়াও এই শীতে দিল্লি অঞ্চলে দেখা মিলেছে আরও কিছু বিরল প্রজাতির পাখির।
কমন রিংড প্লোভার: এই সাদা-বাদামি পাখি কালো ডোরার নকশা এবং কমলা রঙের পায়ের জন্য বিখ্যাত।
লিটল গাল: সাদা-ধূসর রঙ এবং কালো মুখের বৈশিষ্ট্যযুক্ত এই প্রজাতি খুবই আকর্ষণীয়।
পরিবেশবিদ ও লেখক ভারতী চতুর্বেদী এই বিরল পাখিদের আনাগোনা সম্পর্কে জানিয়েছেন, একবার তিনি দিল্লির ওখলা বার্ড স্যাংচুয়ারিতে বাইকাল টিল দেখেছিলেন। সেই সময়ের কথা যেন ফের মনে পড়ে যাচ্ছে, নতুন করে টিল পাখি আসার খবর পেয়ে।
সব মিলিয়ে, দিল্লি-এনসিআর অঞ্চলে এই বিরল প্রজাতির পাখিদের উপস্থিতি প্রকৃতিপ্রেমী ও পাখি পর্যবেক্ষকদের জন্য এবারের শীতকালকে আরও স্পেশ্যাল করে তুলেছে। খানিকটা আরামদায়ক জলবায়ু এবং খাদ্যের সহজলভ্যতার কারণে এই পাখিরা ফের এই অঞ্চলে ফিরে আসছে, যা রাজধানী শহরের তথা গোটা দেশের জীববৈচিত্র্যের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।