শেষ আপডেট: 2nd February 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করতে গিয়ে 'চোলি কে পিছে ক্যয়া হ্যায়' গানে নাচলেন পাত্র। দেখে বিয়ে ভেঙে দিলেন পাত্রীর বাবা। কারণ হিসেবে দেখালেন, এই নাচ নাকি পাত্রীর পরিবারকে অপমান করেছে।
নিউ দিল্লির ঘটনা। বিয়ের দিন বর যাত্রী নিয়ে মণ্ডপে পৌঁছন পাত্র। সেখানে আগে থেকেই গান বাজছিল। বর আসতে সেই গানের আওয়াজ আরও বেড়ে যায়। পাত্র যে সময় মণ্ডপে উপস্থিত হন। সেসময় মাইকে 'চোলি কে পিছে ক্যয়া হ্যায় বাজছিল।' ৯০-এর দশকের গান শুনে নাচতে শুরু করেন পাত্র। সেখানে উপস্থিত লোকজনও কোমর দোলান একে একে, উৎসাহও দেন।
এই দেখে পাত্রীর বাবা জানিয়ে দেন, তিনি মেয়েকে বিয়ে দেবেন না এমন পাত্রের সঙ্গে। বিয়ে ভেঙে দেন তখনই। জানান, এই আচরণ তাঁর পরিবারের সম্মান নষ্ট করেছে সকলের সামনে। অপমান করেছে অতিথিদেরও।
পাত্রী ও পাত্র পক্ষের লোকজন বিষয়টি সামলানোর চেষ্টা করেন কিন্তু সুরাহা হয়নি। পাত্রের বাবা এসে বোঝানোর চেষ্টা করলেও রাগ ভাঙানো যায়নি পাত্রীর বাবার। শেষে তিনি মেয়েকে জানিয়ে দেন পাত্রের সঙ্গে যেন কোনওরকম যোগাযোগ না রাখেন।
ঘটনাটি এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয় জেভিয়ার আঙ্কল নামের একটি অ্যাকাউন্ট থেকে। এটি দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেন। কেউ কেউ বিষয়টিকে একদম হাস্যকর ঘটনা হিসেবে দেখেন। কেউ কেউ আবার ব্যাঙ্গ করে লেখেন, ভালই হয়েছে। নাহলে এমন নাচ রোজ দেখতে হত।
যদিও পরে কী হয় তা জানা যায়নি আর।