শেষ আপডেট: 6th January 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর পড়তে বা পড়তেই নতুন এক চিনা ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV) ভাইরাসের সংক্রমণ নিয়ে ভারতেও চাপ বেড়েছে। কারণ ইতিমধ্যে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮ মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। এই অবস্থায় কড়া নির্দেশিকা জারি করেছে দিল্লির স্বাস্থ্যমন্ত্রক।
HMPV সংক্রমণ যাতে দ্রুত আটকানো সম্ভব হয় তার জন্য এখন থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য কোনও রোগীকে তৎক্ষণাৎ আইসোলেশনে পাঠানোর কথাও বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। হাসপাতালগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, শ্বাসকষ্টের সমস্যা বা সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের নিয়ে নিয়মিত রিপোর্ট দিতে।
শ্বাসকষ্টের সমস্যা হলে মূলত যে যে ওষুধ প্রয়োজন হয় তার স্টক বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে। এছাড়া প্যারাসিটামল, কাফ সিরাপের সঙ্গে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। আর HMPV সংক্রমণের সন্দেহ হলে কোনও রোগীকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠাতে হবে। সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, HMPV নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এই আশ্বাসবার্তার কদিনের মধ্যেই দিল্লি প্রশাসনের এমন নির্দেশ স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে।
শনিবার স্বাস্থ্য মন্ত্রকের যৌথ পর্যবেক্ষক গোষ্ঠীর এক বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল (DGHS), হু-র প্রতিনিধি, দিল্লি এইমস, বিপর্যয় মোকাবিলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর বিশেষজ্ঞরা। বৈঠকের পরেই বিবৃতি দিয়ে জানানো হয় যে, ভারতে সংক্রমণের হার এখনও পর্যন্ত বৃদ্ধি পায়নি।
চিন অবশ্য সাফ জানিয়েছে, শীতকালে এমনটা হয়েই থাকে! এমন ধরনের অনেক ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা যায় এই সময়ে। তাই এই ভাইরাস নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই।