শেষ আপডেট: 8th March 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী প্রতিশ্রুতিমতো আন্তর্জাতিক নারী দিবসে দিল্লির মহিলাদের জন্য মাসে আড়াই হাজার টাকার 'মহিলা সমৃদ্ধি যোজনা' অনুমোদন পেল মন্ত্রিসভায়। দিল্লির বিজেপি মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত শনিবার ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বলেন, আজ নারী দিবস। এদিন আমাদের মন্ত্রিসভা নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করে মহিলাদের জন্য মাসে ২,৫০০ টাকা দেওয়ার প্রকল্প গ্রহণ করেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বাজেটেই আমরা এই প্রকল্পের জন্য ৫১০০ কোটি টাকার সংস্থান রেখেছিলাম। আমরা একটি কমিটি গঠন করেছি। আমার নেতৃত্বে ওই কমিটি তৈরি হবে। মহিলা সমৃদ্ধি যোজনার জন্য একটি পোর্টাল তৈরি হবে এবং শীঘ্রই নাম নথিভুক্তির কাজ শুরু হবে। উল্লেখ্য, ভোটের আগে আম আদমি পার্টির ঘোষিত ২১০০ টাকার প্রতিশ্রুতির জায়গায় বিজেপি তাদের সংকল্পপত্রে ২৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
দিল্লির মন্ত্রী মজিন্দর সিং সিরসা বলেন, যোজনা অনুমোদন পেয়েছে। পোর্টালও খুব শীঘ্রই চালু হয়ে যাবে। মহিলারা এতে আবেদন করতে পারবেন। প্রকল্প প্রাপকের যোগ্যতা ও জ্ঞাতব্য তথ্যও দিয়ে দেওয়া হবে। রেখা গুপ্তর নেতৃত্বাধীন কমিটিতে থাকবেন মন্ত্রী কপিল মিশ্র, আশিস সুদ ও প্রবেশ বর্মা। তাঁরাই যোগ্যতা ও কোন কোন নথি লাগবে তা ঠিক করবেন। মহিলাদের এই উপলক্ষে অভিনন্দন জানান সিরসা।
दिल्ली की सभी महिलाओं को अंतरराष्ट्रीय महिला दिवस की बधाई।
— Atishi (@AtishiAAP) March 8, 2025
आज दिल्ली की सब महिलायें अपने फ़ोन को ताक कर इंतज़ार कर रही हैं कि ₹2500 बैंक में जमा होने का मैसेज उनके फ़ोन पर कब आयेगा। pic.twitter.com/m7PYg5ciUn
বিজেপি মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে সকালেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী এদিন বলেন, মহিলা সমৃদ্ধি যোজনার অন্তর্গত ২৫০০ টাকা করে দেওয়ার আজই তো দিন। ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছিলেন, নারী দিবসেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু, সেই টাকা এখনও কারও কাছে পৌঁছায়নি। তিনি উপহাস করে বলেন, দিল্লির সব মহিলা তো সকাল থেকে মোবাইল চেক করে চলেছেন। টাকা তো আসেনি!