শেষ আপডেট: 8th April 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: গাড়িতে আগুন লেগে ঝলসে মৃত্যু হল এক ব্যক্তির। দিল্লির (Delhi) চাণক্যপুরী এলাকার (Chanakyapuri Area) বিজওয়াসন রোড ফ্লাইওভারের (Bijwasan Road Flyover) ঘটনা।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১০টা ৩২ নাগাদ ঘটে যায় দুর্ঘটনা। পরে খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের (Delhi Fire Service) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা যাচ্ছে, গাড়িটি ফ্লাইওভারের মাঝে দাউদাউ করে জ্বলছে। পরে দমকলকর্মীরা আগুন নেভাতে গেলে রীতিমতো চোখ কপালে ওঠে। গাড়ির আগুন নেভাতে পারলেও চালককে বাঁচানো যায়নি বলে খবর। গাড়ি থেকে বসে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
A car caught fire on Bijwasan Road flyover in Delhi's Chanakyapuri area last night at around 10.32 pm. Fire engines reached the spot and extinguished the fire. On examining the burnt car, a burnt body was recovered from the car. Police are investigating the matter: Delhi Fire… pic.twitter.com/lfrVPTiVcp
— ANI (@ANI) April 8, 2025
তবে গাড়ির চালকের পরিচয় এবং কীভাবে তাতে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, এটি নিছকই একটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে নয়াদিল্লির সৈনিক এনক্লেভ এলাকায় গাড়ি দুর্ঘটনায় একজন সাত বছর বয়সি ছেলে আহত হয়েছে বলে খবর। সোমবার সন্ধ্যায় দিল্লি পুলিশ জানিয়েছে, বিএইচডি নগর থানা এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি ছেলের আহত হওয়ার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ওই যুবকের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।