শেষ আপডেট: 5th February 2025 19:08
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিলেও প্রায় ২৭ বছর পর সরকার গঠন করতে পারে বিজেপি। এমনই ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষার প্রাথমিক প্রবণতা। অন্তত তিনটি এক্সিট পোলে বিজেপির দিকেই ভোটফলের পাল্লা ভারী বলে সঙ্কেত দিয়েছে। দেখা যাচ্ছে, বিজেপি ৭০ আসন সংখ্যার দিল্লি বিধানসভায় ৩৫-৬০টি আসনে জিততে পারে। অন্যদিকে, সরকার গঠনের পথে হ্যাটট্রিকের স্বপ্ন দেখা আম আদমি পার্টি ৩২-৩৭টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে।
চাণক্য জানিয়েছে, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি ৩৯-৪৪টি আসনে জিততে পারে। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আপ ২৫-২৮টি আসন পকেটে পুরতে পারে। কংগ্রেসের ভাঁড়ারে চাণক্য ২-৩টি আসন রেখেছে। পি-মার্ক এক্সিট পোলে আপকে দেওয়া হয়েছে, ২১-৩১টি আসন। অন্যদিকে, বিজেপির ভাগে গিয়েছে ৩৯-৪৯টি। কংগ্রেস ০-১। জেভিসি এক্সিট পোলের পরিসংখ্যানে বিজেপি পেতে পারে ৩৯-৪৫টি বিধানসভা কেন্দ্র। আপের হাতে থাকবে ২২-৩১টি এবং কংগ্রেসের ০-২।
পিপলস ইনসাইট এক্সিট পোলের হিসেবে আপ ২৫-২৯, বিজেপি ৪০-৪৪ এবং কংগ্রেস ০-২। ম্যাট্রিজ-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, আপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বিজেপির। তাদের হিসাবে বিজেপির ভাগে আসতে পারে ৩৫-৪০, আপ ৩২-৩৭ এবং কংগ্রেস ০-১। পিপলস পালস জানিয়েছে, বিজেপি এবার বিপুল পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসতে চলেছে। বিজেপি পাবে ৫১-৬০টি আসন। আপের কপালে জুটতে চলেছে মাত্র ১০-১৯টি। কংগ্রেস কোনও আসনেই জিততে পারবে না বলে তাদের অনুমান।