শেষ আপডেট: 5th February 2025 08:10
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিধানসভা নির্বাচনে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। ৭০টি আসনের জন্য ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। রাজধানীতে আম আদমি পার্টির (আপ) শাসন বজায় থাকবে, নাকি বিজেপি দীর্ঘ তিন দশক পরে ক্ষমতায় ফিরবে, অথবা কংগ্রেস কোনও বড় চমক দেবে? আজকের ভোটেই সে প্রশ্নের উত্তর মিলবে। ভোটগ্রহণ হবে প্রায় ১৪,০০০ বুথে।
দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আজ দিল্লির সব আসনে ভোট গ্রহণ হবে। আমি এখানকার সকল ভোটারকে আহ্বান জানাচ্ছি, যেন তাঁরা সম্পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান ভোট প্রদান করেন। এই বিশেষ মুহূর্তে প্রথমবার ভোট দিতে আসা যুব প্রজন্মের সকলকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই। মনে রাখতে হবে – প্রথমে ভোট, তারপর জলপান।'
৭০টি বিধানসভা আসনের ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ভোটদান করতে পারবেন ভোটাররা। এরপর এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হবে, যা দিল্লির মসনদে কোন দল থাকবে তার একটি আভাস দিতে পারে।
তবে এক্সিট পোলের ফলাফল সবসময় সঠিক নাও হতে পারে, কারণ আসল গণনার ফলাফল অনেক সময় এক্সিট পোলের থেকে পুরোপুরি বিপরীত হয়। আসল ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি।
গত বিধানসভা নির্বাচনে ৬২টি আসনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি (আপ), আর বিজেপি মাত্র ৮টি আসনে জয়লাভ করেছিল। কংগ্রেস সে নির্বাচনে কোনও আসনও পায়নি। তবে এবার নির্বাচনে আশাবাদী রয়েছে কংগ্রেস। অন্যদিকে, আপ এবং বিজেপি উভয়ই একে অপরকে ছাড় দিতে প্রস্তুত নয় এবং কিছুতেই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে রাজি নয়।