শেষ আপডেট: 5th February 2025 08:32
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল থেকে দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর ঘণ্টাখানেক আগে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির অফিস থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারের দফতর থেকে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা মুখ্যমন্ত্রীর অফিসের কর্মী। তাদের একজন মুখ্যমন্ত্রীর এক ব্যক্তিগত সহকারীর সহায়ক পদে আছেন। দ্বিতীয়জন গাড়ির চালক।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিং।জানান, গৌরব ও অজিত নামে ওই দুই কর্মচারী নগদ টাকা সহ মুখ্যমন্ত্রীর অফিসে রয়েছে জানতে পেরে তল্লাশি শুরু হয়। নগদ সহ এরা হয় দু'জনকে।
দিল্লির এবারের বিধানসভা নির্বাচন ঘটনাবহুল। ব্যক্তিগত আক্রমণ সীমা ছাড়িয়েছে। টাকা পয়সা বিলির অভিযোগে বিদ্ধ আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস। ব্যক্তি আক্রমণের অভিযোগে এফআইআর দায়ের হয় মুখ্যমন্ত্রী আতিশির বিরুদ্ধেও। এবার গুরুতর অভিযোগে নাম জড়াল তাঁর অফিসের।
গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রী, তাঁর অফিস এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। নীরব আম আদমি পার্টিও।