শেষ আপডেট: 21st October 2024 17:02
দ্য় ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে বৈঠকে ডাকার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিবকে সরানোর কোনও প্রশ্ন নেই। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগের মুহূর্তেও স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই আবহেই একই দাবিতে চাপ বাড়ালেন দিল্লির জুনিয়র ও রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন। সোমবার সাংবাদিক বৈঠক করে তাঁরাও দাবি তুললেন, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে সরাতেই হবে।
দিল্লির জুনিয়র ও রেসিডেন্ট ডাক্তাররা জানান, আরজি কর কাণ্ডে রাজ্যের জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলি তুলেছেন তার সঙ্গে তাঁরা পুরোপুরি সহমত। আরজি করে যে ঘটনা ঘটেছে তার দায় কিছুতেই অস্বীকার করতে পারেন না রাজ্যের স্বাস্থ্যসচিব। তাই তাঁরাও স্বাস্থ্যসচিবকে অপসারণের দাবি জানাচ্ছেন।
সোমবার বিকেল পাঁচটায় নবান্নে মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফোনে কথা বলার সময়েই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন স্বাস্থ্যসচিবকে কোনও মতেই সরানো হবে না।
এদিন জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী বলেন, "একটা পরিবার থেকে সবাইকে সরানো যায় না। কাকে দায়িত্ব থেকে সরানো হবে তা আপনারা ঠিক করতে পারেন না। দুর্নীতি নিয়ে আপনাদের কোনও অভিযোগ থাকলে আমাকে জানান। আমি অবশ্য়ই তা খতিয়ে দেখব। কিন্তু এভাবে কাউকে সরানো যায় না।"
তারপরেও জুনিয়র ডাক্তারদের দাবির তালিকায় রয়েছে স্বাস্থ্য়সচিবের পদত্যাগ। এই বৈঠকের দিকেই এখন নজর গোটা রাজ্যের।