শেষ আপডেট: 26th August 2024 08:51
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিল্লির ডাক্তাররাও। বিচার চেয়ে এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছিলেন তাঁরা। কিন্তু সুপ্রিম কোর্টের অনুরোধে সেই কর্মবিরতি ওঠে। তবে তারপরই ঘটে গেল আরও এক কাণ্ড। দিল্লির হাসপাতালে এক চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে। তাতেই আবার তোলপাড় শুরু।
চিকিৎসকদের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন কার্যত আবার উঠে গেল। দিল্লির ডক্টর হেজওয়ার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠেছে খোদ রোগীর বিরুদ্ধেই! শুধু তাই নয়, রোগীর ছেলে ওই চিকিৎসককে চড় মারেন বলে দাবি। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রোগী এখনই সুস্থ নয়, তাই সে সেরে উঠলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।
ঠিক কী ঘটেছে? হাসপাতাল সূত্রে খবর, নাইট ডিউটিতে থাকাকালীন ওই চিকিৎসকের কাছে কপালে চোট নিয়ে একজন আসেন। তাঁর ক্ষত এতটাই গভীর ছিল যে সেলাই করতে হত। অভিযোগ, সেলাই করা শুরু করলেই রোগী চিকিৎসককে ধাক্কা মেরে সরিয়ে দেন। তারপরই গালিগালাজ করতে শুরু করেন। এই সময়ে চিকিৎসকের চেম্বারের বাইরে দাঁড়িয়ে ছিলেন রোগীর ছেলে। হইচই শুনে তিনিও চেম্বারে ঢুকে পড়েন এবং সপাটে চিকিৎসককে চড় মারেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই চিকিৎসক পুলিশকে জানিয়েছেন, রোগী নিজে মত্ত অবস্থায় ছিলেন! যদিও তাঁর ছেলে কেন ওভাবে চেম্বারে ঢুকে তাঁকে মারধর করলেন তা তিনি নিজেও বুঝে উঠতে পারছে না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।