শেষ আপডেট: 7th October 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। শুধু লালুই নন, জামিনে পেয়েছেন তাঁর দুই ছেলে তেজস্বী ও তেজপ্রতাপও।
সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে। জামিন মিললেও আদালত বেশ কিছু শর্ত চাপিয়েছে বলে খবর। এদিন মাথাপিছু ১ লক্ষ টাকার বণ্ডে ৩ জনকে জামিন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২৫ অক্টোবর। গত ৬ অগস্ট ইডি এই মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল আদালতে।
আদালতের বিশেষ বিচারপতি বিশাল গগনে জানিয়েছেন, জামিন পেলেও এখনই দেশের বাইরে কোনওভাবেই যেতে পারবেন না তিনজন। দ্রুত তাঁদের পাসপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
উৎসবের মরসুমের মুখে লালু পরিবারে অবশেষে মিলল স্বস্তি। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন মধ্যপ্রদেশের জব্বলপুরে, রেলওয়ের ওয়েস্ট-সেন্ট্রাল জোনে গ্রুপ-ডি চাকরিতে বেআইনিভাবে চাকরি দিয়েছিলেন লালু প্রসাদ যাদব।
চাকরি দেওয়ার বিনিময়ে সুবিধা প্রাপকদের জমি নামমাত্র দামে স্ত্রী রাবড়ি দেবী এবং সাত মেয়ের নামে কিনেছেন লালুপ্রসাদ। তেজস্বীর নামে কিনেছেন পাটনায় একজনের ভিটা বাড়ি। ওই অভিযাগ নিয়ে রেলের প্রাথমিক অনুসন্ধানের পর আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
সরাসরি জমির মালিকানা পরিবর্তনও হয় লালুর পরিবারের নামে। এভাবেই কয়েকশো কোটির জমির বিনিময়ে চাকরির দুর্নীতি হয়েছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ।