শেষ আপডেট: 5th June 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়ালের। তাই আপাতত তাঁকে থাকতে হবে তিহাড় জেলেই। বুধবার বিষয়টি একদম স্পষ্ট হয়ে গেল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে দিয়েছে।
লোকসভা ভোট শুরুর আগে আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু নির্বাচনের মাঝেই তাঁকে স্বস্তি দিয়ে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে গত রবিবার সেই মেয়াদ শেষ হতেই তিনি জেলে ফিরেছেন। তবে তার আগে অসুস্থতার কারণ দেখিয়ে এই জামিনের মেয়াদ ৭ দিনের জন্য বাড়ানোর আবেদন জানিয়েছিল কেজরিওয়াল। তাঁর আবেদন মঞ্জুর হল না।
আবারও জেলে যাওয়ার আগে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ ছাড়তে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। অনেকে ভেবেছিলেন, স্ত্রী সুনীতা বা দলের অন্য কাউকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে তিনি জেলে ফিরে যাবেন প্রাক্তন হিসাবে। কিন্তু তেমন কিছুই হয়নি। বরং আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, আগের মতো জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল।
কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে জেল থেকে আদৌ মুখ্যমন্ত্রিত্ব করা সম্ভব কিনা। কারণ, জেলে মন্ত্রিসভার বৈঠক করা যাবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রয়োজনে মন্ত্রী ও অফিসারেরা দেখা করতে পারবেন না। অন্যদিকে, আইন অনুযায়ী অন্তত ২৫টি ক্ষেত্রে মন্ত্রী-অফিসাররা সরাসরি উপ-রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে পারবেন না মুখ্যমন্ত্রীর সই ছাড়া। আর সেই সই মুখ্যমন্ত্রী জেলে বসে করবেন কীভাবে? ফাইল পাস না হলে সিদ্ধান্তও কার্যকর করতে পারবে না দিল্লির সরকার। তাই এই নিয়ে চূড়ান্ত কৌতূহল তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে আপের একাংশের আশঙ্কা, কেজরিওয়াল জেলে থাকায় সরকারি কাজে বিঘ্ন ঘটার কারণে উপ-রাজ্যপাল কেন্দ্রের কাছে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন!