শেষ আপডেট: 7th December 2024 12:14
দ্য ওয়াল ব্যুরো: সকালে বেরিয়েছিলেন মর্নিং ওয়াকে। স্কুটারে করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুই দুষ্কৃতী। দিল্লির ফর্স বাজারের ঘটনা।
শনিবার সকালে সুনীল জৈন নামের ওই ব্যবসায়ী স্কুটারে করে যমুনা স্পোর্টস কমপ্লেক্সে হাঁটতে গেছিলেন। স্কুটার রেখে হাঁটেন প্রতিদিনের মতো। হাঁটা শেষে স্কুটারে চেপে ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করে দুই দুষ্কৃতী। তাঁর ওপর সাত-আট রাউন্ড গুলি চালানো হয় বলে খবর।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দিল্লির কৃষ্ণ নগরের বাসিন্দা। থালা-বাসনের ব্যবসা রয়েছে তাঁর। কী কারণে খুন, সেই নিয়ে দ্বন্দ্বে পুলিশ কারণ পরিবারের তরফে জানানো হয়েছে, ব্যবসায়ীর সঙ্গে কারও তেমন শত্রুতা ছিল না।
শাহদারা জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ এবিষয়ে জানান, ঘটনার খবর শুনেই অপরাধ দমন শাখার লোকজনকে পাঠানো হয়েছে এলাকায়। তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খুনের পরই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে এলাকায়।