শেষ আপডেট: 7th February 2025 20:27
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে বিধানসভা ভোট নিয়ে বুধবার এক প্রস্ত এক্সিট পোলের (Delhi Assembly Election Exit Poll) ফলাফল প্রকাশ হয়েছে। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় পারদর্শী দুই প্রতিষ্ঠান টুডেজ চাণক্য ও অ্যাক্সিস মাই ইন্ডিয়া এ ব্যাপারে তাড়াহুড়ো করেনি। বরং বুধবার ভোট গ্রহণের পর তারা সমীক্ষার ফলাফল জানাতে আরও ২৪ ঘণ্টা সময় নিয়েছে। তার পর বৃহস্পতিবার সন্ধেয় চাণক্য ও অ্যাক্সিস যে বুথ ফেরত সমীক্ষার ফলাফল (Delhi Elecxtion Exit Poll Result) ঘোষণা করেছে তা রাতের ঘুম কেড়ে নিতে পারে অরবিন্দ কেজরিওয়ালের।
চাণক্য কী বলছে? (Delhi Assembly Election Exit Poll – Today’s Chanakya)
চাণক্যর দাবি, দিল্লি বিধানসভা ভোটে কেজরিওয়ালের আসন এক ধাক্কায় অনেকটাই নেমে আসবে। দিল্লি বিধানসভায় মোট ৭০টি আসন রয়েছে। তার মধ্যে ৬২টিই রয়েছে কেজরিওয়ালের দখলে। চাণক্যর দাবি এবারের ভোটে তাতে ধস নেমে কমবেশি ১৯টি হতে পারে। আম আদমি পার্ট পেতে পারে ১৩টি থেকে ২৫টি আসন। বিপরীতে বিজেপি পেতে পারে কমবেশি ৫১টি আসন। তাদের হিসাবে বিজেপি ৪৫ থেকে ৫৭টি আসনে জিততে পারে।
চাণক্য জানিয়েছে কংগ্রেস এবারও খাতা খুলতে পারবে না। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হল এবার যেন ‘পে ব্যাক টাইম’ কংগ্রেসের। সাবেক জাতীয় দল কংগ্রেসের ভোট কেটেই দিল্লিতে নিজেদের ভোট ব্যাঙ্ক পুষ্ট করেছিল আপ। ২০২০ সালের বিধানসভা ভোটেও কংগ্রেস মাত্র সাড়ে ৪ শতাংশ ভোট পেয়েছিল। আর আম আদমি পার্টি পেয়েছিল ৫৪ শতাংশ ভোট। কিন্তু চাণক্যর সমীক্ষার দাবি কংগ্রেসের ভোট বাড়বে। তারা ১০ শতাংশ ভোট পেতে পারে। আর কেজরিওয়ালের ভোট কমে যেতে পারে ১৩ শতাংশ। কংগ্রেস তাদের ভোট অনেকটা ফেরানোর জন্যই বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে আপ।
অ্যাক্সিস কী বলছে? (Delhi Assembly Election Exit Poll – Axis My India)
অ্যাক্সিস মাই ইন্ডিয়াও চাণক্যর সঙ্গে ভিন্ন মত পোষণ করছে না। তাদের হিসাবে আপ জিততে পারে ১৫ থেকে ২৫টি আসন। আর বিজেপি ৪৫ থেকে ৪৮টি আসনে জিততে পারে। একটি আসন পেলেও পেতে পারে কংগ্রেস। অ্যাক্সিসও এলাকা ধরে ধরে দেখিয়েছে যে কীভাবে কংগ্রেস তাদের ভোট ফেরানোর জন্যই সর্বনাশ হতে পারে কেজরিওয়ালের পার্টির। তা সে নয়াদিল্লি এলাকা হোক বা চাঁদনি চক—কংগ্রেসের ভোট বাড়ার ইঙ্গিত পরিষ্কার। অ্যাক্সিসের হিসাবে বিজেপি পেতে পারে ৪৮ শতাংশ ভোট। আপ পেতে পারে ৪২ শতাংশ ভোট। আর কংগ্রেস ৭ শতাংশ ভোট পেতে পারে।