শেষ আপডেট: 14th April 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGI Airport) টার্মিনাল ২-এ আগামী ১৫ এপ্রিল, ২০২৫ থেকে বন্ধ হয়ে যাচ্ছে বিমান চলাচল। রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো (IndiGo) বিমান সংস্থা। তাই ১৫ এপ্রিল থেকে ইন্ডিগোর সমস্ত টার্মিনাল ২ ভিত্তিক বিমান এখন থেকে টার্মিনাল ১ এবং টার্মিনাল ৩ থেকে উড়ান ও অবতরণ করবে।
রবিবার একটি সরকারি বিবৃতিতে ইন্ডিগো জানায়, 'দিল্লির টার্মিনাল ২ রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হচ্ছে। ফলে, আগামী ১৫ এপ্রিল থেকে সমস্ত ফ্লাইট টার্মিনাল ১-এ স্থানান্তরিত হচ্ছে। পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে।'
ইন্ডিগো আরও জানিয়েছে, এই পরিবর্তন সম্পর্কিত সমস্ত তথ্য তারা যাত্রীদের ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাচ্ছে। পাশাপাশি, ফ্লাইটের নতুন নির্ধারিত সময়সূচি এবং টার্মিনালের তালিকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও আপলোড করা হবে।
শুধু ইন্ডিগো নয়, টার্মিনাল ২-এ বিমান পরিচালনা করা অন্যান্য সংস্থাও একই পথ অনুসরণ করছে। আকাসা এয়ার (Akasa Air) ইতিমধ্যেই ঘোষণা করেছে, তাদের দিল্লি ভিত্তিক সমস্ত উড়ান এখন থেকে টার্মিনাল ১ (১ডি) থেকে চলবে।
এই প্রসঙ্গে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 'মাত্র দু'দিনের মধ্যে দিল্লি বিমানবন্দরের আপগ্রেড করা টার্মিনাল ১ সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। যাত্রীদের জন্য আরও উন্নত, আরামদায়ক ও বিশ্বমানের পরিষেবা থাকবে।'
যাত্রীরা নির্দিষ্ট ফ্লাইটের অবস্থান ও সময় জানতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারেন। এই সিদ্ধান্তে যাত্রীদের সাময়িক অসুবিধা হতে পারে, তবে উন্নত পরিকাঠামোর জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলেই মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।