শেষ আপডেট: 2nd November 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: সরকার গঠনের পর থেকেই জম্মু ও কাশ্মীরে বেড়েই চলেছে জঙ্গি হামলার ঘটনা। সময় যত গড়াচ্ছে থামা তো দূর, ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াই আরও জোরাল হচ্ছে। এমন রক্তক্ষয়ী পরিস্থিতিতে শনিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিলেন, নিরাপত্তার কোনও গাফিলতি নেই। সুরক্ষার দিকটাও সবসময় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
শনিবার উত্তরপ্রদেশের কানপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানান, সুরক্ষাবাহিনী জঙ্গিদের মোক্ষম জবাব দিয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে উপত্যকায় তৎপরতা বাড়ানো হয়েছে।
রাজনাথ মনে করিয়ে দেন, আগের সময়ের তুলনায় হামলা অনেক কমেছে। আগামীদিনে এমন পরিস্থিতি আসবে জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। জম্মু ও কাশ্মীরের আরও উন্নতি হবে।
তবে প্রতিরক্ষা মন্ত্রী মনে করিয়ে দেন, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে লাগাতার যে হামলাগুলি হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিরাপত্তা বাহিনীও উপযুক্ত জবাব দিচ্ছে। ইতিমধ্যে অনেক জঙ্গিকেই গুলি করে মারা হয়েছে।
রাজ্যে লাগাতার জঙ্গি হামলার ঘটনা নিয়ে শনিবার সকালে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান শাসক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা জানান, নিরাপত্তা বাহিনীর চেষ্টা করা উচিত হত্যা না করে জঙ্গিদের পাকড়াও করা। তাহলে তদন্ত করে বোঝা যাবে তাদের পিছনে কোন চক্র বা শক্তি কাজ করছে। তাঁর কথায়, জঙ্গি মরে গেলে চক্রের হদিশ পাওয়া যাবে না।
দশ বছর পর গত মাসে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট হয় এবং পাঁচ বছর মেয়াদি রাষ্ট্রপতি শাসনের আপাতত অবসান হয়েছে। তাৎপর্যপূর্ণ হল, নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর জঙ্গিদের তৎপরতা বেড়ে গিয়েছে। বর্তমানে ফারুকের পুত্র রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর দিন পনেরো হল রাজ্যের নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন।