শেষ আপডেট: 1st February 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব এনেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার লোকসভায় বাজেট প্রস্তাব পাঠের সময় নির্মলা ঘোষণা করেন প্রতিরক্ষা ক্ষেত্রে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে। যা গতবছরের ৬.২ লক্ষ কোটি টাকার তুলনায় ৯.৫৫ শতাংশ বেশি।
এর মধ্যে যুদ্ধবিমান ও বিমান ইঞ্জিনের জন্য মূলধনী ব্যয় ধরা হয়েছে ৪৮,৬১৪ কোটি টাকা। ২৪,৩৯০ কোটি টাকা নৌবাহিনীর খাতে ধরেছেন নির্মলা। অতিরিক্ত ৬৩,০৯৯ কোটি টাকা অন্যান্য সামগ্রী খাতে ধরা হয়েছে এই বাজেটে।
এ বছরের গোড়াতেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, ২০২৫ সাল সংস্কারের বছর হবে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা এমন বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ দেখতে পাব, যার ফলে আমাদের সেনা কমান্ডের দিকে তাকিয়ে করা হবে। যে কোনও দেশের প্রতিরক্ষা বাজেট হল সেদেশের কৌশলগত শক্তি এবং সামরিক ক্ষমতা বৃদ্ধির প্রতিফলন। বিশেষত চিনের সঙ্গে ভারতের সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে রোজকার সীমান্ত সমস্যা নিয়ে ভারত কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে। তাই সক্রিয় ও অবসরপ্রাপ্ত সেনানীদের জন্য কল্যাণমুখী পদক্ষেপ সহ অস্ত্রশস্ত্র ও প্রযুক্তির উন্নয়নও জরুরি।