ফাইল চিত্র
শেষ আপডেট: 30 October 2024 16:14
দ্য ওয়াল ব্যুরো: ২৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছিল। তবে তার থেকে কম প্রদীপ জ্বালিয়েই রেকর্ড গড়ে ফেলল অযোধ্যা। বুধবার সেখানে পালিত হয়েছে 'দীপোৎসব ২০২৪'। রাম মন্দির প্রতিষ্ঠার পর রামজন্মভূমিতে রামলালার প্রথম দীপাবলি উপলক্ষ্যে অনন্য রেকর্ড গড়েছে অযোধ্যা।
সরযূ নদীর তীরে বুধবার জ্বালানো হয়েছে ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫টি প্রদীপ। আর এতেই তৈরি হয়েছে নয়া গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। এর আগে এক জায়গায় এত প্রদীপ কোনও দিন জ্বালানো হয়নি। একই সঙ্গে আরও একটি গিনিস রেকর্ড হয়েছে। তা হল, প্রদীপ জ্বালানোয় সবথেকে বেশি মানুষের অন্তর্ভুক্তি।
রাম মন্দিরের জন্য বিশেষ ধরনের পরিবেশ বান্ধব প্রদীপ জ্বালানো হয় যাতে প্রদীপ দীর্ঘক্ষণ জ্বললেও এর ফলে কোনও দাগ ও কালি বেরবে না, ফলে মন্দিরের চাকচিক্য যথাযথ থাকবে।
দীপাবলি উপলক্ষ্যে সরযূ নদীর দুপারে ৫৫টি ঘাটে প্রদীপ জ্বালিয়ে সাজানো হয়। আগামী ১ নভেম্বর পর্যন্ত দর্শনের জন্য মধ্যরাত অবধি রাম মন্দির খোলা থাকবে।
বুধবার এই উৎসবে সামিল হয়ে রাজ্যের মন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ''৫০০ বছর পর শ্রী রাম অযোধ্যায় দীপাবলি উৎসবে মাততে পেরেছেন। এটা সবে শুরু। ২০৪৭ সালে যখন দেশ স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে তখন মথুরা এবং কাশীও অযোধ্যার মতো উজ্জ্বল হবে।''