শেষ আপডেট: 19th November 2024 14:19
দ্য ওয়াল ব্যুরো: তিরুমালা তিরুপতি মন্দিরের অহিন্দু কর্মচারীদের স্বেচ্ছাবসর অথবা কোনও সরকারি দফতরে সরে যেতে হবে। মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
তিরুমালা তিরুপতি দেবস্থানম কমিটির নবনির্বাচিত সভাপতি বিআর নাইডু জানিয়েছেন, অহিন্দু কর্মচারীদের সরে যেতে উপযুক্ত সময় দেওয়া হবে। বহু বছর ধরে মন্দিরের কাজে যুক্ত অহিন্দু কর্মচারীদের কেন সরিয়ে দেওয়া হচ্ছে তার ব্যাখ্যা দেননি নাইডু।
তিনি জানান, মন্দিরের পরিবেশ রক্ষা এবং অন্যান্য ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে দেব দর্শনের সময় দু-তিন ঘণ্টা কমানো হতে পারে। এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে।
হালে জগৎ বিখ্যাত ওই মন্দির নিয়ে বিতর্কের সূত্রপাত হয় সেখানকার প্রসাদ হিসাবে বিক্রি হওয়া লাড্ডুতে পশুর চর্বি মেশানো ঘি ব্যবহার করা নিয়ে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অভিযোগ তোলেন, আগের ওয়াইএসআর কংগ্রেসের সরকারের সময় থেকে এই অনাচার চলে আসছে। মন্দির কমিটির সভাপতি জানিয়েছেন স্বাভাবিক বিশুদ্ধ ঘি ব্যবহার করার ব্যাপারে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
মন্দিরে অহিন্দু কর্মচারীর সংখ্যা কত? মন্দির কর্তৃপক্ষ এই ব্যাপারে মুখ না খুললেও সূত্রের, খবর, তিরুমালা তিরুপতি মন্দিরের স্থায়ী কর্মচারীর সংখ্যা সাত হাজার। এছাড়াও আছেন প্রায় ১৪ হাজার অস্থায়ী কর্মচারী। অহিন্দু কর্মচারীর সংখ্যা প্রায় তিনশো। আরও জানা গিয়েছে, স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ২১ হাজার কর্মচারীকে বেতন দেওয়া হয় ভক্তদের দানের টাকায়।