শেষ আপডেট: 9th January 2025 07:24
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতির পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। বুধবার প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পরে রাতের দিকে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একাধিক আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবারই তিরুপতি যাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
পুজো দেওয়ার টোকেন নিতে গিয়ে তিরুপতিতে মাত্রাতিরিক্ত ভিড় হয়ে যায়। টোকেন দেওয়া শুরু হলে হুড়োহুড়িতে পদপিষ্ট হন প্রচুর মানুষ। তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজম তামিলনাড়ুর বাসিন্দা। বাকিরা কোথা থেকে এসেছিলেন, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কারণ জমায়েত হয়েছিল অন্তত ৪ হাজার মানুষের।
ঘটনায় শোকপ্রকাশ করে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নাইডু মৃত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুঃখপ্রকাশ করে বার্তা দিয়েছেন। যদিও এখনও পর্যন্ত কোনও আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে ঘোষণা করা হয়নি। তবে আহতদের চিকিৎসার ভার যে সরকার নেবে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।
পুলিশি ব্যবস্থা থাকার পরও কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে বৈঠক করেছে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটতে পারে সে জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও এই ঘটনায় শোকবার্তা দিয়েছেন।